শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] আজ থেকে আগামী ২ মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার নিষেধ

মাজহারুল ইসলাম : [২] ভোলা মৎস্য অফিস জানায়, প্রতি বছরের মতো এবারও ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভেদুরিয়া থেকে চর রুস্তম ১’শ কিলোমিটার এবং চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটারসহ মোট ১’শ ৯০ কিলোমিটার নদীতে মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। ৩] মাছের অভয়াশ্রম হওয়ায় ভোলার মেঘনা, তেতুঁলিয়া, বুড়া গৌড়াঙ্গ, জাহাঙ্গলিয়া, গনেশপুর নদীতে ইলিশসহ সব ধরণের মাছ শিকার, বাজারজাত, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞার বিষয়টি এরইমধ্যে স্থানীয় জেলেদের জানিয়ে দেয়া হয়েছে।

৪] এদিকে, সরকারি নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে ভোলা সদরের ইলিশা, রাজাপুর, ধনিয়া তুলাতলি, নাছির মাঝি, ভোলার খাল এলাকার জেলেরা নৌকা, জালসহ মাছ ধরার সব সরঞ্জাম নদী থেকে সরিয়ে নিয়েছেন। ৫] একইসঙ্গে স্থানীয় জেলেরা নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ব্যাংক ও এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকা আদায় বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছেন।

৬] এ বিষয়ে ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ঋণের কিস্তির টাকা আদায় বন্ধ রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ৭] আগামী ৭ দিনের মধ্যে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ শুরু করা হবে বলেও জানান তিনি।

৮] উল্লেখ্য, ভোলার ৭ উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ জেলে থাকলেও ভোলা মৎস্য বিভাগের নিবন্ধনকৃত জেলে সংখ্যা ১ লাখ ৩২ হাজার ২৬০ জন। ৯] আর ২ মাসের নিষেধাজ্ঞার সময় ৭০ হাজার ৯৪৩ জন জেলের জন্য চাল বরাদ্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়