শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] সিনিয়রকে সম্মান না দেখানোয় রাজধানীতে যুবককে হত্যার অভিযোগ

মাজহারুল ইসলাম : [২[ রাজধানীর মহাখালী এলাকায় আমতলী একাদশ ক্লাবের সামনে শুক্রবার দিবাগতরাতে এ ঘটনায় নিহত হন আহমেদ শিপু ওরফে রহমত উল্লাহ (২২) নামে এক যুবক। বুকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

৩] স্থানীয়রা আরও জানান, গুরুতর আহত অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে তাকে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন।

৪] নিহতের মামা আলী আজগর খান জানান, বাসার সামনে মুদি দোকান চালাতো শিপু। পাশাপাশি বিকাশের ব্যবসা করতো। ৫] শুক্রবার রাতে শিপু তার মা রিনা বেগমকে দোকানে বসিয়ে বাবার সঙ্গে মসজিদে যায়। নামাজ শেষে তার বাবা বাসায় ফিরে আসলেও শিপু আসেনি। পরে তার বন্ধুদের মাধ্যমে জানতে পারি তাকে কেউ ছুরিকাঘাত করেছে।

৬] প্রতিবেশী জাহিদুল ইসলাম সৌরভ জানান, শুক্রবার রাতে মহাখালী একাদশ ক্লাবের পাশের একটি দোকানে ৪বন্ধুসহ ইমন বসে মোবাইলে গেম খেলছিলেন। ৭] তখন অনন্ত নামে এক যুবক শিপুকে ডেকে পাশে নিয়ে যায়। সে নিজেকে এলাকায় সিনিয়র দাবি করে সম্মান দেখাতে বলে। ৮] এ নিয়ে শিপুর সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এরপর অনন্ত সঙ্গে থাকা ছুরি দিয়ে শিপুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  ৯] এ ব্যাপারে বনানী থানার ওসি নুরে আজম জানান, আসামিকে ধরতে কাজ করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়