শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরাশক্তিগুলোর অংশগ্রহনে তুরস্ক ও সিরিয়ার মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা

সাইফুর রহমান : [২] সম্প্রতি সিরিয়ায় এক বিমান হামলায় ৩৩জন তুর্কি সৈন্য নিহত হওয়ার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আঙ্কারায় এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক ডাকেন। সিরিয়ায় ২০০টি লক্ষবস্তুতে তুর্কি সেনাবাহিনীর স্থল ও বিমান হামলায় ৫টি হেলিকপ্টার, ২৩টি ট্যাংক, ২৩টি হাওইটজার ও দু’টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার পাশাপাশি ৩০৯ সিরিয় সৈন্য নিহত হয়েছে বলেও দাবি করে তুরস্ক। বিবিসি

[৩] গত কয়েক সপ্তাহ ধরেই সিরিয়ার সরকারি বাহিনী ইদলিব প্রদেশ পুনর্দখলের জন্য রাশিয়ার সমর্থন নিয়ে ব্যাপক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওই প্রদেশটির সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ বিরোধীদের সর্বশেষ ঘাঁটি, যেখানে তুরস্ক সমর্থিত একাধিক সিরিয় বিদ্রোহী ও আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী রয়েছে।

[৪] ওই অঞ্চলের পরিস্থিতি জটিল আকার ধারণ করার একটিই কারণ, তা হলো তুরস্ক মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য। অন্যদিকে অপর পরাশক্তি রাশিয়া হলো সিরিয়ার বাশার সরকারের মিত্র। তাই তুরস্ক আক্রান্ত হলে ইদলিবে পরাশক্তিগুলো মুখোমুখি যুদ্ধে জড়িয়ে পড়ে কি না এমন আশঙ্কাও বাড়ছে।

[৫] ইউরোপিয় ইউনিয়নের শীর্ষ ক‚টনীতিক জোসেফ বোরেলও বলছেন, সিরিয়ায় একটি বড় ধরণের সামরিক সংঘাতের ঝুঁকি বেড়ে যাচ্ছে। সমর বিশ্লেষক জোনাথন মার্কাস বলেন, তুরস্ক ও সিরিয়া মুখোমুখি অবস্থান থেকে সরে আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বাশার আসাদ চাইছেন তিনি সিরিয়ার পুরো ভূখন্ডের ওপর তার নিয়ন্ত্রণ পুনপ্রতিষ্ঠা করবেন এবং এ কাজে রাশিয়া তাকে বরাবর সাহায্য করে চলেছে। সর্বশেষ তথ্যমতে ক্রুজ মিসাইল সজ্জিত দু’টি রাশিয়ান ফ্রিগেট এখন বসফরাস প্রণালী পার হয়ে ভূমধ্যসাগরের দিকে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়