শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাচোলে জমি জমাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ২, আটক-১

জোহরুল ইসলাম, নাচোল প্রতিনিধি : [২] চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমি জমাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে দুইজন। এ ঘটনায় নাচোল থানা পুলিশ আটক করেছে একজনকে।

[৩] নাচোল থানায় দ্বায়েরকৃত অভিযোগে জানা যায়, শুক্রবার আনুমানিক বিকাল ৫টার সময় আসামি উপজেলার কসবা ইউপির কালইর রেলপাড়ার শ্রী বিরেনেরর ছেলে শ্রী বাবলু কামার (৩২),মেসের আলীর ছেলে রেজাউল, রবিউল,মফিজের স্ত্রী টুনি বেগম, ছেলে আলমগীর,জাহির সহ আরো অঙ্গাত বেশ কয়েকজন ব্যক্তি কসবা ইউপির কালইর রেলপাড়া মংলুর ছেলে আলমগীরের বসত বাড়িতে ধারালো হাসুয়া,লোহার রড, দেশীয় অস্ত্রসহ আসামিরা প্রবেশ করে।

[৪] এসময় আলমগীর (৩৩)কে মারধর করে গুরুতর জখম করে। আসামি বাবলু কামার আলমগীরকে মারধর করতে থাকলে আলমগীরের স্ত্রী মনোয়ারা বেগম আসামি বাবলুকে বাঁধা দিতে গেলে অন্য আসামিরা মনোয়ারা (২৫) কেও মারধর করে শ্লীলতাহানীর চেষ্টা করে। আলমগীর ও মনোয়ারাকে অজ্ঞান অবস্থায় বসত বাড়িতে দেখতে পেয়ে স্থাণীয় এলাকাবাসি আহতদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই দুজন কে রামেকে রেফার্ড করে। বর্তমানে তাদের দুজনের অবস্থা গুরুতর। পরে আহতর মামা আব্দুল হামিদ রাতে আসামিদের বিরুদ্ধে নাচোল থানায় একটি এজাহার দ্বায়ের করেন।

[৫] এ বিষয়ে নাচোল থানার ওসি সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১নং আসামি বাবলু কুমারকে আটক করা হয়েছে। ভুক্তভোগির মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে ওসি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়