শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে দেশের প্রথম এনাটমি মিউজিয়াম (ভিডিও)

টিভিএনএ রিপোর্ট: [১] চট্টগ্রামের খুলশিতে অবস্থিত ভেটেনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের এনাটমি ও হিস্টোলজি বিভাগে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম এনাটমি মিউজিয়াম। মিউজিয়ামটি বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসি’র উচ্চ শিক্ষা এবং মানোন্নয়ন উপ-প্রকল্পের আওতায় এনাটমি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ লুৎফর রহমানের ব্যবস্থাপনায় নির্মিত।

[২] প্রাণীদেহ বা এনাটমি নিয়ে আগ্রহী ব্যক্তিদের জন্য এটি দারুণ একটি দর্শনীয় স্থান । স্কুল কলেজ পড়ুয়া বাচ্চাদেরও নিয়ে যেতে পারেন এখানে। যা তাদেরকে প্রাণীদেহ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেবে। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তন্ত্রের অবস্থা গঠন, বৈশিষ্ট্য ও কাজ সম্পর্কে হাতে কলমে শিক্ষা দানই এই জাদুঘরের মূল উদ্দেশ্য।

[৩] চট্টগ্রামে অবস্থিত এই এনাটমি মিউজিয়ামটিতে রয়েছে ৬০ টি কঙ্কাল, বিভিন্ন প্রাণীর অঙ্গ- প্রত্যঙ্গ ৫০০ টি এবং ২০০০ টি হাড়। এখানকার দেয়ালে দেয়ালে শোভিত আছে প্রাণীদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের দারুণ উপস্থাপন। মাঝেমধ্যে এমন সব প্রাণী দেখবেন যেনো জীবিত এনে এখানে সাজিয়ে রাখা হয়েছে। প্রাণীদেহের এভাবে সংগ্রহকে স্টাপিং বলে। স্টাপিং করা প্রাণীদের মধ্যে রয়েছে মোরগ, রাজহংসী, কবুতর, ছাগল, কাঠঠোকরা, ডাহুক, দোয়েল, খরগোশ, কোয়েল সহ মোট ৩০ টি স্টাফিং। পাশাপাশি আছে মানুষ, গরু, ছাগল, শূকর ও খরগোশের ডিএনএ, ক্রোমোজোম, মস্তিষ্ক , চোখ, হৃদপিণ্ড, জরায়ু, ফুসফুস, কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গের নানা মডেল।

[৪] মানুষ, হাতি, উট, কুমির, বানর, মোরগ, কাঠঠোকরা, মাছরাঙ্গা, গিনিপিগ, অজগর, সাপ, ঘোড়া, গরু, হরিণ সহ নানা প্রাণীর কঙ্কালের পাশাপাশি এখানে এখানে কয়েকটি প্রাণীর প্লাস্টিনেশনও রয়েছে। এইসবের পাশাপাশি প্রাণী বিজ্ঞান ও এনাটমিতে অবদান রাখা বিশেষ ব্যক্তিদের স্মরণ করে তাদের প্রোট্রেট ও রয়েছে এখানে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়