শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীর আড়পাঙ্গাশিয়া নদীর বেইলি ব্রীজ ভেঙ্গে যাওয়ায় চরম দূর্ভোগে দুই লাখ মানুষ

আমতলী প্রতিনিধি : [২] বরগুনার আমতলী ও তালতলী সড়কের আড়পাঙ্গাশিয়া নদীর বেইলি ব্রীজ ভেঙ্গে গত ১৯ দিন ধরে আমতলী-তালতলীর যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয় প্রকৌশলী বিভাগের গাফলতিতে ব্রীজ মেরামতের কাজ বন্ধ থাকায় দু’উপজেলার দু’লক্ষাধীক মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের। দ্রæত সময়ের মধ্যে ব্রীজ মেরামতের কাজ শেষ করে যোগাযোগ ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

[৩] জানাগেছে, আমতলী থেকে তালতলী উপজেলা সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম তালতলী সড়ক। ৪০ কিলোমিটার এই সড়কটির আড়পাঙ্গাশিয়া নদীর উপর ১৯৮৫ সালে স্থানীয় প্রকৌশল বিভাগ বেইলি ব্রীজ নির্মাণ করে। এ ব্রীজ দিয়ে আমতলী ও তালতলী উপজেলার দু’লক্ষাধিক মানুষ যাতায়াত করে। দুই উপজেলার সেতুবন্ধন এই ব্রীজটি দিয়ে প্রতিদিন ঢাকা ও তালতলীগামী পরিবহন বাস ,তালতলী আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাভার ভ্যান ট্রাক, প্রাইভেট কার, মাহেন্দ্র, ব্যাটারী চালিত অটোরিক্সা ও মোটর সাইকেলসহ সহ¯্রাধীক গাড়ী পারাপার হয়।

[৪] গাড়ী চলাচল করায় দিন দিন পুরাতন ব্রীজটি নড়বড়ে হয়ে গেছে। ব্রীজের পাটাতন আলগা হয়ে সরে গেছে। ব্রীজে ছোট গাড়ী ওঠলেও ঠকঠক শব্দ করে নড়ে। ব্রীজের মাঝখানের পাটাতন দেবে গেছে। দীর্ঘদিন ব্রীজটি সংঙ্কার না করায় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করেছে এলাকাবাসী। ব্রীজের পাটাতন ডেবে যাওয়ায় গত ১৯ দিন ধরে ওই ব্রীজ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দূর্ভোগে পরেছে দুই উপজেলার অন্তত দুই লাখ মানুষ। এদিকে গত ১০ ফেব্রুয়ারি ওই ব্রীজের মেরামতের কাজ শুরু করেছে আমতলী উপজেলা স্থানীয় প্রকৌশলী বিভাগ।

[৫] কিন্তু গত ১৯ দিনেও ব্রীজ মেরামতের কাজ শেষ করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ উপজেলা প্রকৌশলী বিভাগের লোকজন কাজ শুরু করে তা ফেলে রেখে গেছেন। শুরুতে পাঁচ-ছয় দিন কাজ করলেও গত ১২ দিন ধরে কাজ বন্ধ রয়েছে। আমতলী উপজেলা প্রকৌশলী বিভাগের গড়িমসিতে কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই লক্ষাধীক মানুষ। দ্রুত ব্রীজ মেরামত করে যাতায়াতের পথ সুগম করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

[৬] আড়পাঙ্গাশিয়া ইউপি সদস্য আবুল কালাম বলেন, ব্রীজটির সংস্কার কাজ শেষ না করেই ফেলে রেখে চলে গেছেন উপজেলা প্রকৌশলী বিভাগ। এতে মানুষ চরম ভোগান্তিতে পরেছে।

[৭] আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ হুমায়ূন কবির হাওলাদার বলেন, স্থানীয় প্রকৌশলী বিভাগ বেইলি ব্রীজের মেরামতের কাজ পাঁচ-ছয় দিন করে বন্ধ করে দিয়েছে। গত ১২ দিন ধরে কাজ বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, ঠিকমত কাজ করলে এক সপ্তাহে মেরামত কাজ শেষ হয়। সেই কাজ গত ১৯ দিনেও শেষ করতে পারেনি। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের গাফলতিতেই কাজ বন্ধ রয়েছে। দ্রæত মেরামতের কাজ শেষ করে যাতায়াতের পথ সুগম করার দাবি জানাই।

[ ৮] গাড়ী চালক মো. মজিবুর রহমান বলেন, ব্রীজের মেরামতের কাজ বন্ধ থাকায় গাড়ী নিয়ে তালতলী যেতে পারছি না।

[৯] আমতলী উপজেলা প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

[১০] আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ব্রীজ মেরামতের জন্য পাঁচটি বিমের প্রয়োজন ছিলো। ওই বিমগুলো না থাকায় মেরামত কাজ বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে। তিনি আরো বলেন, ওই নদীতে গার্ডার ব্রীজ হবে। গার্ডার ব্রীজের দরপত্র আহবান করা হয়েছে। আপাতত উপজেলা পরিষদের অর্থায়নে দুই লাখ টাকা ব্যয়ে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য মেরামতের কাজ করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়