শিরোনাম

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসন্ন চসিক নির্বাচনে কোনো দলের প্রার্থীরাই নির্বাচনী আচরণবিধি মেনে চলেননি

রাজু চৌধুরী,  চট্টগ্রাম প্রতিনিধি: [২]  চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিলো গত বৃহস্পতিবার কিন্তু প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দেওয়ার প্রাক্কালে কোনো দলের প্রার্থীরাই নির্বাচনী আচরণবিধি মেনে চলেননি।

[৩]  মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় পাঁচ জনের বেশি প্রার্থীর সাথে না থাকার বিধান থাকলেও বড় প্রত্যেক দলের প্রার্থীদের সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী লক্ষ্য করা গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী সাথে ছিলেন বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর কমিটির অর্থ সম্পাদক ও সিডিএ সাবেক চেয়ারম্যান আব্দুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, নোমান আল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম-নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

[৪]  অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী ও নগর বিএনপি'র সভাপতি ডা: শাহাদাত হোসেনের মনোনয়ন ফরম জমা দেওয়ার সময়ও একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি এমএ আজিজ, যুগ্ম সম্পাদক কাজী বেলাল, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু ও কামরুল ইসলাম সহ তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ প্রচুর দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় নগর জাতীয় পার্টির ইয়াকুব হোসেন ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি এরশাদ সিদ্দিকী।

[৫] নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে রিটার্নিং অফিসার আঞ্চলিক কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, প্রার্থীদের নির্বাচন আচরণবিধি আইন মেনে চলার বিষয়ে পূর্বেই নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তাদের সাথে আসা নেতাকর্মীরা তা মেনে চলেননি।

[৬]  তিনি আরো বলেন পরবর্তী এই ধরনের ঘটনা যেনো না ঘটে সেজন্য সবার প্রার্থীদের সতর্ক করে দেওয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়