শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে বিপুল সংখ্যক মোবাইল ফোনসহ ৪২ ছিনতাইকারী আটক

সুজন কৈরী : [২] শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের কাছ থেকে ৭৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনসেট, ট্যাবল্যাপটপ, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১৩টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

[৩] ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন শনিবার বেলা সাড়ে ১১ টায় ডিএমপি'র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, আটকরা ছিনতাইকারী ও সালাম পার্টি দলের সক্রিয় সদস্য। চক্রের সদস্যরা রাজধানীর সাতরাস্তা, নাবিস্কো, মহাখালী বাস টার্মিনাল, মহাখালী রেলক্রসিং, বনানী, গুলশান-১, গুলশান লিংক রোড, রামপুরা ব্রীজ, ধানমন্ডি, বংশাল, চকবাজার, কলাবাগান, গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় গলিপথগুলোতে যাতায়াতকারী রিক্সা বা পায়ে হাঁটা যাত্রীদের ছুরি দেখিয়ে সর্বস্ব ছিনতাই করে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি জানান, ছিনতাইকারীরা তাদের সুবিধামত কোনো স্থানে রিক্সার যাত্রী অথবা পথচারীদের ‘সালাম’ দেয়, যেন তারা পরস্পর পরস্পরের পূর্ব পরিচিত। সালাম পেয়ে রিক্সার যাত্রী/পথচারী থামলে তারা কাছে এসে চাকু দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে সর্বস্ব কেড়ে নেয়।

[৫] পুলিশ কর্মকর্তা বাতেন আরও বলেন, ছিনতাইকৃত মোবাইল বিভিন্ন মোবাইল, পার্টসের দোকান ও মোবাইল কেনা-বেচা করা দোকানে বিক্রি করে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দোকানদার কেনার পর চোরাই মোবাইল বিক্রি না করে তার ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রি করে। এমনকি দোকানিরা মোবাইলের মাদারবোর্ড ও আইএমইআই নম্বর পাওয়া যাবে এমন পার্টস বিক্রি করে না।

[৬] আব্দুল বাতেন বলেন, গোয়েন্দা দল এ ধরণের কয়েকটি ঘটনার তদন্তে নেমে এ চক্রগুলোর সন্ধান পায়। এর সঙ্গে জড়িতদেও আটকের চেষ্টা চলছে। সম্পাদনা : তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়