শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫৩ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রাইস্টচার্চে প্রথমদিনে গুটিয়ে গেছে ভারত, এগোচ্ছে নিউজিল্যান্ড

আক্তারুজ্জামান : [২] নিউজিল্যান্ড সফরটা খুব একটা ভালো যাচ্ছে না বিরাট কোহলিদের। নিজের ফর্ম তো হারিয়েছেনই, সেই সঙ্গে অচেনা হয়েছে ভারতীয় দলের ব্যাটিং লাইনও। সিরিজের দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে প্রথমদিনে ২৪২ রানে অলআউট হয়েছে ভারত। শেষ সেশন খেলে বিনা উইকেটে ৬৩ রান তুলে দিন পার করেছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম (২৭) ও টম ব্লান্ডেল (২৯)। ১৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে কিউইরা।

[৩] টস জিতে ভারতকে গতির ফাঁদে ফেলতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন উইলিয়ামসন। অধিনায়কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একের পর এক উইকেট তুলে নিতে থাকেন নিউজিল্যান্ডের পেসাররা। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইলি জেমিসন ও নেইল ওয়াগনাররা এতটুকু ছাড় দেননি টিম ইন্ডিয়াকে। বোল্ট ও সাউদি ২টি করে উইকেট নেন। আর মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা জেমিসন ৫টি উইকেট নেন।

[৪] ভারতের হয়ে ব্যাটিংয়ে তিনজন ব্যাটসম্যান অর্ধশত রানের ইনিংস খেলেন। পৃথ্বি শ (৫৪), চেতেশ্বর পূজারা (৫৪) ও হনুমা বিহারী ৫৫ রানের ইনিংস খেলেন। বাকিরা আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন। আগের টেস্টের দুই ইনিংসে ২ ও ১৯ রানে আউট হওয়া কোহলি আজ ফেরেন মাত্র ৩ রানে।

[৫] ভারতকে আড়াইশ রানের আগেই অলআউট করে দিয়ে শেষ সেশনে খেলতে নেমে কোনো বিপদ বাড়ায়নি স্বাগতিকরা। বরং লাথাম ও ব্লান্ডেলকে ২৩ ওভার বোলিং করতে গিয়ে বিপদে পড়েন বুমরাহ, উমেশ, শামি ও জাদেজা। কেননা তাদেরকে দেখেশুনে খেলে স্কোরবোর্ডে ৬৩ রান জমা করে ব্ল্যাকক্যাপসরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়