শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৬ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়া কাপেও করোনাভাইরাস আতঙ্ক

স্পোর্টস ডেস্ক : [২] এশিয়া কাপের এবারের আসর গড়াবে দুবাইতে। এশিয়ার অনেকগুলো দেশ অংশগ্রহণ করবে টুর্নামেন্টটিতে। তবে করোনাভাইরাস আতঙ্কে ইতোমধ্যে তিনটি দেশ এশিয়া কাপে জায়গা করার লড়াই থেকে সরে দাঁড়িয়েছে। ২০২০ এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইস্টার্ন রিজিওনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও নাম প্রত্যাহার করেছে মায়ানমার, ভুটান ও চীন।

[৩] অন্যন্য ক্ষেত্রের মতো বিশ্ব ক্রীড়াঙ্গনেও আক্রমণ করেছে করোনাভাইরাস। সর্বপ্রথম ফুটবলে এর আতঙ্ক ছড়ালেও এবার ক্রিকেটেও ছড়াচ্ছে আতঙ্ক। এশিয়া কাপে শীর্ষ দুই দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়বে এশিয়া কাপে জায়গা করে নেওয়ার জন্য। তিনটি দেশ নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় এখন আরব আমিরাতের প্রতিপক্ষ হওয়ার লড়াই হবে থাইল্যান্ড, নেপাল, হংকং, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে।

[৪] প্রসঙ্গত, আগস্টে বসবে শীর্ষ দুই দলের সাথে সংযুক্ত আরব আমিরাতের এশিয়া কাপ কোয়ালিফায়ারের মঞ্চ।

[৫] আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে প্রথমবার টি-টোয়েন্টি আয়োজনের দায়িত্ব পেয়েছে থাইল্যান্ড। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তিনটি দল নিজেদের নাম তুলে নেওয়ায় তাদের আয়োজন ও পরিকল্পনা অনেকটাই ফিকে হয়ে গেছে।

[৬] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন প্রায় ৩ হাজার মানুষ। বিশ্বব্যাপী প্রায় ৮০ হাজার মানুষ বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না হলে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যুঝুঁকি রয়েছে। তাই ভাইরাসটি ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি হয়েছে। আক্রান্ত বিভিন্ন দেশে যাতায়াতের ক্ষেত্রে সীমাবদ্ধতা এনেছে ঝুঁকিতে থাকা দেশগুলো। করোনাভাইরাস ছড়িয়েছে মূলত চীন থেকে। ভাইরাসের প্রভাবে স্থবিরতা দেশটির ক্রিকেট অঙ্গনেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়