শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ী হত্যাকাণ্ডে ৫ জন গ্রেপ্তার

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :[২] ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গরু ব্যবসায়ী তৈয়ব আলী হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যার সময় ব্যবহৃত অস্ত্র।

[৩] শুক্রবার সন্ধ্যায় রাণীশংকৈল থানা পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। এর আগে সকালে হত্যাকাণ্ডের ঘটনাস্থলের পাশের পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামে আব্দুল হালিমের ছেলে রবিউল (২৩), একই গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২০), খলিলুর রহমানের ছেলে সাগর আলী (১৯), মোস্তফা আলমের ছেলে জুয়েল রানা (১৬) ও মতিউর রহমানের ছেলে শাহ নেওয়া (১৯)। এদের মধ্যে প্রথম তিনজন হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ও বাকি দুইজন হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে বলে দাবি পুলিশের।

[৫] রাতেই বাড়ি ফেরার সময় গরু ব্যবসায়ী তৈয়ব আলীকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে টাকা চায় আসামিরা। তখন টাকা না পেয়ে বেধড়ক কুপিয়ে গরু ব্যবসায়ীকে হত্যা করে তারা। পরে তাকে গমখেতের মাটির নিচে পুঁতে রেখে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র পাশের পুকুরে ফেলে পালিয়ে যায় আসামিরা।

[৬] উল্লেখ্য, নির্মম এই হত্যাকাণ্ডের পর গরু ব্যবসায়ীর নিকট নগদ ৭ হাজার টাকা আসামিরা ভাগ বণ্টন করে নেয়। তখন তৈয়ব আলীর ব্যবহৃত মোবাইল ফোনটি আসামি রবিউল নিজের কাছে রেখে দেয়। মূলত সেই ফোনের সূত্র ধরেই পুলিশ অভিযানটি পরিচালনা করে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়