শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু কেন কাঁদে

ইকবাল আনোয়ার : শিশুর কান্নাকে আমি আজীবন ভয় করি, শিশুর কান্না অসহ্য, শিশুর কান্না থেকে দূরে গিয়ে বাঁচি, শিশুর কান্না কী জগতের কান্না। মায়ের গর্ভ থেকে জমিনে পড়েই শিশু কাঁদে, এতোদিন ছিলো যে শিশু নির্ভয়ে মায়ের ঘরে, আজ সে ভয়ে কাঁদে, ছেড়ে আসার বিচ্ছেদে, জীবন তরী কী করে দেবে পাড়ি। শিশু কাঁদে হতাশায়। মাঝ রাতে দূর পাড়া থেকে কেঁদে উঠে যে সোনামানিক, সে কী ক্ষুধায় কাঁদে। অথবা ব্যথায়? হয়তো জানিয়ে দেয় কোনো বিপদ- বারতা রাত-পাখির মতো। শিশুর কান্না বহু প্রদ। জেনেছি শিশুর কান্না, শিশুর ডাক্তার হয়ে, শত রকম। মহীরূহ শিক্ষক বলেন, একটা কান্না হলো শিশুর এমনি এমনি কান্না। এমনি এমনি আবার কেমন। জিজ্ঞাসিলে বলেন, এ কান্নার কারণ নেই, এ কান্না নকল কান্না, এ হলো অভ্যাসের আর আনন্দের কান্না। বুঝতে পারে না কাঁদবে না হাসবে, তার পর ভুল করে কাঁদে।

সেই থেকে ভাবি আমি, না এ কোনো এমনি কান্না নয়, তার সব কান্নার কোনো না কোনো কারণ আছে নিশ্চয়ই। তারপর এসে এতোদিন পর জেনে গেছি আমি শিশু কাঁদে আগামীর সাবধান বাণী শোনাতে, শিশু কাঁদে সব শিশুর দূত হয়ে। হয়তো কোনো দূর গাঁয়ে কোনো এক শিশুর মা’কে খুবলে খাচ্ছে শকুনেরা, হয়তো পাচার হচ্ছে কোথাও গরিবের ধন, প্রাণের মানিক, পাচার হচ্ছে কৃষকের রক্তে ফলানো স্বর্ণ-ফল কাগজের নোটে বদল হয়ে গোপনে দূর নগরে ভিন্ন কোনো লকারে। তার খাবারে থাবা বসিয়েছে কোনো ফন্ত্রী টন্ত্রী কী তার নব পোষ্য নটবর, হয়তো হোটেলে বন্দি কোনো মা’কে এখন শিকারি মানুষ ভাগ করে খাচ্ছে নখরে-আঁচড়ে, হয়তো সামনে আসছে খারাপ সময়, শিশু কাঁদে আর বলে কেন তোমাদের লোভের কারণে নির্দোষ আমাদের হবে এ মরণ?

শিশুর কান্না আমি আজীবন ভয় করি/আজ শুনি শিশুরা কাঁদছে বেশি/তাদের চোখ শতত ভেজাই দেখি আমি, করুণ শিশু সিরিয়ায় কাঁদে, আফগানে কাঁদে, কাঁদে লেবানন, ফিলিস্তিনে, শিশু কাঁদে আর কাঁদে এ অভাগা জগতে। কাঁদে আর আকাশেই নিরুপায় ফরিয়াদ জানায়, আর বলে আমি কিন্তু বিচার চাইবো, বলে দেবো প্রভুর কাছে হে মানব-দানব তোমার অত্যাচারের খবর। কখনো কোনো শিশু হয়তো ভাবে, প্রভু কি জানে না তা। আর কোথা পাবে সে বিচার। তাই তার কান্না আসে গরম জলে নির্ভেজাল, হায়! এ কোন বিচার সভা। আজ ব্লেডে চেরা ধর্ষিতা হয়ে সেই কোনকালের তরে তার দীর্ঘ প্রতিক্ষা। কেন কাঁদে শিশু। আমাদের জেনে নিতে হবে আজ। শিশুর কান্নার কারণের ভেতর রয়েছে আমাদের আগামীর সমাধান বারতা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়