শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] দিল্লিতে গর্ভবতীর পেটে উন্মত্ত জনতার লাথি, জন্ম নিলো মিরাকল বেবি

মাজহারুল ইসলাম : [২] ভারতের উত্তর-পূর্ব দিল্লির কারাওয়াল নগরে হিংসার শিকার হয়েছিলেন পূর্ণগর্ভবতী শাবানা পারভীন (৩০)। তাঁর তলপেটে লাথি মেরেছিলো ক্ষিপ্ত-হিংস্র জনতা। ৩] তারপরেও গত বুধবার সুস্থ-সবল সন্তানের জন্ম দিলেন তিনি। তাই সবাই সদ্যজাতের নাম দিয়েছে মিরাকল বেবি। শুক্রবার এনডিটিভি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই খবর জানা যায়।

৪] ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত সোমবার গভীর রাতে ২ সন্তানসহ স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলেন শাবানা। আচমকাই তাঁদের বাড়ি ঘিরে ফেলে জনতা। ৫] তাঁর শাশুড়ি নাসিমার জানান, সবাই মারধর করতে থাকে তাঁর ছেলেকে। লাথি মারে গর্ভবতী বউমার তলপেটে। সবাই ভেবেছিলো, সেদিন পরিবারের কেউ বাঁচবে না। ৬] গর্ভস্থ সন্তানকে বাঁচাতে এরপরেই শাবানাকে ভর্তি করা হয় আল হিন্দ হাসপাতালে। সেখানেই জন্ম নেয় তাঁর সন্তান। যদিও পরিবারের সদস্যদের মুখ থেকে এখনও সরেনি আতঙ্কের ছায়া। ৭] গত দু-দশক ধরে দিল্লিতে বসবাস করছেন তাঁরা। কিন্তু কোনোদিন এমন আক্রমণের শিকার হননি। দিল্লির হিংসা থেকে প্রাণে বাঁচলেও ঘর হারিয়েছেন তাঁরা।

৮] এদিকে, নতুন সদস্য আসার পরেও তাই হাসি ফোটেনি শাবানার শাশুড়ির বা পরিবারের বাকি সদস্যদের মুখে। বরং, চিন্তার কালো মেঘে অন্ধকার মুখ। শাবানাকে হাসপাতাল থেকে ছুটি দেয়ার পর কোথায় যাবেন তাঁরা। ঘর পুড়ে ছাই। মাথা গোঁজার ঠাঁই নেই। ৯] হয়তো কোনও আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেবেন কিছুদিন। তারপর আবার নতুন করে ঘর বানানোর তোড়জোড় করবেন। ১০] একদিনের ছেলে কোলে হতাশ জবাব মিরাকল বেবির বাবার। ১১] তবে নবজাতকের ৬ বছরের দাদা আলি কিন্তু এতো সহজে হার মানার পাত্র নয়। একদিনের ভাইকে কোলে নিয়ে সাহসের সঙ্গে জানিয়েছে সে, যতোই বাধা-বিপত্তি আসুক, সে-ই রক্ষা করবে তার ভাইকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়