শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড দলে চমকের নাম সাকিব

স্পোর্টস ডেস্ক : [২] ডানহাতি পেসার মার্ক উডের সময়টা ভালোই যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ সাফল্য এনে দিচ্ছিলেন দলকে। তবে এবার আততায়ীর ভূমিকায় হাজির হয়ে ‘চোট’ তাকে ছিটকে ফেলেছে মাঠের বাইরে।৩০ বছর বয়সী এই ফাস্ট বোলার পড়েছেন সাইড স্ট্রেইনের ইঞ্জুরিতে। ফলে আগামী মাসে দলের সাথে শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না তার।

[৩] দক্ষিণ আফ্রিকায় চার ম্যাচের টেস্ট সিরিজ হার দিয়ে শুরু করেও পরের তিন ম্যাচে দাপুটে জয় তুলে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড। সেই দল থেকে তিনটি পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু ১৬ সদস্যের সেই দল থেকে ছিটকে পড়েছেন উড।

[৪] তার সর্বনাশে অবশ্য পৌষ মাস এসেছে তরুণ পেসার সাকিব মাহমুদের। ল্যাঙ্কাশায়ারের এই ২৩ বছর বয়সী ক্রিকেটার উডের বদলি হিসেবে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হলেও টেস্ট খেলা হয়নি সাকিবের। সুযোগ পেলে এবারই অভিষেক ঘটবে ডানহাতি পেসারের।

[৫] আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ১৯ মার্চ, গলে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২৭-৩১ মার্চ কলম্বোতে অনুষ্ঠিত হবে।

[৬] শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডের স্কোয়াড : জো রুট (অধিনায়ক), বেন স্টোকস (সহ-অধিনায়ক), ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রাউলে, স্যাম কারান, জো ডেনলি, বেন ফোকস, কিটোন জেনিংস, জ্যাক লিচ, ম্যাথু পার্কিনসন, ওলি পোপ, ডমিনিক সিবলে, ক্রিস ওকস, সাকিব মাহমুদ। খবর : ক্রিকটাইম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়