শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের চেয়ে ভালো কাউকে পেলে দলে স্বাগত জানাবেন সাইফউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ দলে পেসারের আধিক্য তেমন চাপ সৃষ্টি করবে না বলে বিশ্বাস করেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের এই পেস বোলিং অলরাউন্ডার ব্যক্তিগত প্রাপ্তির চেয়েও দলকে বড় করে দেখছেন। তার মতে যোগ্যতার ভিত্তিতে একাদশে সুযোগ দেয়া উচিত ক্রিকেটারদের।

[৩] গত ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই পিঠের ইনজুরিতে ভুগছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণে গত তিনটি সিরিজে খেলা হয়নি তার। অবশেষে দীর্ঘ দিন পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

[৪] জিম্বাবুয়ের বিপক্ষে সেরা একাদশে সুযোগ পেতে সাইফউদ্দিনকে প্রতিযোগিতায় নামতে হবে আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলামদের সঙ্গে। যদিও তরুণ এই অলরাউন্ডার বিষয়টিকে চাপ হিসেবে দেখছেন না।

[৫] সাইফউদ্দিন বলেন, দিনশেষে আমরা কিন্তু দল হিসেবে চিন্তা করি। আমার থেকে ভালো কেউ যদি আসে অবশ্যই তাঁকে স্বাগত জানাবো। আমার থেকে ভালো হলে অবশ্যই সে সুযোগ পাবে। আমার লক্ষ্য থাকবে এর চেয়ে আরও ভালো করে দলে জায়গা করে নেয়ার। আমার জায়গায় যে আসবে সে খারাপ খেলুক এটা আমি কখনোই চাইবোনা একজন পেশাদার ক্রিকেটার হিসেবে। আমি চাইবো ওর থেকে আরো ভালো স্কিল প্রমাণ করে দলে ঢোকার।

[৬] আগামী ১ মার্চ (রবিবার) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে মাশরাফি বিন মুর্তজার দল এরই মধ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পা রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়