শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেসরকারি হজ প্যাকেজ দুটি, সর্বনিম্ন ৩ লাখ ১৭ হাজার থেকে ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা

লাইজুল ইসলমা : [২] বেসরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালের হজযাত্রীদের নিবন্ধন আগামী ২ মার্চ (সোমবার) থেকে শুরু হচ্ছে কার্যক্রম। চলবে ৩০ মার্চ পর্যন্ত।

[৪] এসময় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম জানান, এবারের হজের টাকার সঙ্গে হাজীদের কোরবানীর টাকা যুক্ত করা হয়নি। সঙ্গে নগদ ৫২৫ রিয়েল নিতে হবে।

[৫] হাব সভাপতি বলেন, হজের নিবন্ধন বাবদ ১ লাখ ৩৮ হাজার টাকাসহ সর্বনিম্ন এক লাখ ৫১ হাজার ১৯০ টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। পুরো টাকা সময় মত দিতেই চলবে।

[৬] শাহদাত বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার বাংলাদেশি হজ পালন করতে পারবেন।

[৭] হাজীদের পাসপোর্ট নিজেদের সংগ্রহ করতে হবে উল্লেখ করে তসলিম আরও বলেন, পাসপোর্টের মেয়াদ অবশ্যই ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ থাকতে হবে। নতুন পাসপোর্ট যাতে দ্রুত পায় সেজন্য পাসপোর্ট অধিদপ্তরকে অনুরোধ করেন হাব সভাপতি।

[৮] শাহাদাত হোসাইন তসলিম বলেন, বিমান ভাড়া প্রধানমন্ত্রী কিছুটা কমিয়েছেন। সেজন্য তাকে ধন্যবাদ। তবে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে তৃতীয় বিমানকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

[৯] বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় হজ নিয়ে রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিয় সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়