সিরাজুল ইসলাম: [২] এসএমএস পাঠিয়ে আবেদন করার সুযোগ আর থাকছে না।
[৩] বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালার খসড়া নিয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
[৪] ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন অর রশিদ বলেন, এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় ভোগান্তি। ভর্তি নিশ্চয়ন ফি ১৩০ টাকার বদলে ১৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
[৫] আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা, শূন্য দশমিক পাঁচ শতাংশ বিকেএসপি এবং শূন্য দশমিক পাঁচ শতাংশ প্রবাসী কোটা বহাল রেখে অন্যসব কোটা বাতিলের প্রস্তাব করেছে।
[৬] অনলাইনে ১০টি কলেজ বা মাদ্রাসায় আবেদন করা যায়। ফি দিতে হয় ১৫০ টাকা। এই নিয়মে পরিবর্তন আসছে না।
[৭] ১৫০ টাকা ফি দিয়ে ভর্তির আবেদন করার পর একজন শিক্ষার্থী যে কলেজ পাবে, তাতে ভর্তি নিশ্চিত করতে তাকে আরও ১৩৫ টাকা দিতে হবে। এটাকেই বলা হচ্ছে ভর্তি নিশ্চায়ন ফি।
[৮] শিগগিরই নীতিমালা চূড়ান্ত করা হবে। সূত্র: বিডিনিউজ, সমকাল