শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি সপ্তাহে বাজারে দাম কমেছে সবজি, আদা-রসুনের, স্থিতিশীল পেঁয়াজের দাম

লাইজুল ইসলাম : [২] গেল কয়েকসপ্তাহ ধরে কুমড়া, লাউ উচ্চ দামে বিক্রি হলেও তা আজ কিছুটা কমেছে। কারওয়ান বাজারের তুলনায় লাউ আর কুমড়া অন্তত ২০ টাকা বেশি মূল্যে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে সাইজ ভেদে লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। কুমড়া সাইজ ভেতে ৩৫ থেকে ৫৫ টাকায়।

[৩] শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মগবাজার, পলাশী ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এসব চিত্র। কারওয়ান বাজারেও দাম কমেছে এসব সবজির।

[৪] অন্যান্য সবজিও কারওয়ান বাজারের তুলনায় ৩ থেকে ১০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে অন্যান্য বাজারে। কেজি প্রতি টমেটু ২০, কাচা মরিচ ৩০, ফুলকপি ২০, বাঁধাকপি ২৫, বেগুন প্রকার ভেদে ২০-২৫, সিম ১৫, মূলা ৮-১০টাকা। বিবিধ ধরনের শাক বিক্রি হচ্ছে মুটা ৩-৮ টাকা করে।

[৫] এদিকে দাম কমেছে আদা রুশুনের। কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে দেশি আদা পাইকারি ১৪০, চায়না আদা ১১০, একদানা রুশুন ২৩০, চায়না রশুন ১১০টাকা।

[৬] পেঁয়াজের দাম গেলো সপ্তাহের মতই রয়েছে। তবে বাজারে এই মুহুর্তে চায়না পেঁয়াজের সরবরাহ কম রয়েছে। এছাড়া, দেশি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্চে পাল্লা ৩৭০ টাকা। বার্মা পেঁয়াজও একই দামে বিক্রি হচ্ছে।

[৭] ব্যবসায়ীরা বলছেন, ভারতের পেঁয়াজ বাজারে ঢুকলেই দাম কমে যাবে। তবে সেজন্য আরো সপ্তাহ খানেক অপেক্ষা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়