শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ার কারণ হিসেবে মোদিকে দুষছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে আয়োজিত হচ্ছে না কোনো দ্বিপাক্ষিক সিরিজ। অথচ একটা সময় ধরে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকতো দর্শকরা। কিন্তু রাজনৈতিক কারণে এখন ক্রীড়াঙ্গনেও প্রভাব পড়েছে। অবশ্য এ দ্বন্দ্বের কারণ হিসেবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি দায়ী করছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদিকে। তিনি মনে করেন, মোদির কারণেই মূলত কোনো দ্বিপাক্ষিক ম্যাচ আয়োজিত হচ্ছে না।

সাবেক এ অলরাউন্ডার বলেন, ‘মোদি যতদিন ক্ষমতায় রয়েছেন, আমার মনে হয় না আমরা কোনও ইতিবাচক সাড়া পাব। আমরা মোদির চিন্তাধারা সম্পর্কে ওয়াকিবহাল। উনার চিন্তাভাবনা সবসময় নেতিবাচক দিকেই অগ্রসর হয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে একটি মানুষের জন্যই। সীমান্তের দু’দিকের মানুষই একে অপরের দেশে বেড়াতে যেতে চায়। কিন্তু আমি জানি না মোদি ঠিক কী চান, বা তার চিন্তাভাবনায় কী রয়েছে।’

২০০৬ সালের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আর পাকিস্তান সফর করেনি ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের সবশেষ সিরিজ হয়েছিল ভারতের মাটিতে। সেটাও ২০১২-১৩ মৌসুমে। আফ্রিদির ভাষায়, অ্যাশেজের চেয়েও বড় এ দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ। তবে তা অদূর ভবিষ্যতে মাঠে গড়ানো সম্ভব বলে মনে করেন না পাকিস্তানি সাবেক অধিনায়ক।

এ প্রসঙ্গে কিছুদিন আগে আফ্রিদি জানিয়েছেন, ‘ভারত-পাকিস্তান সিরিজ অ্যাশেজের চেয়েও বড়। কিন্তু অদূর ভবিষ্যতে তা সম্ভব বলে মনে হয় না। আমরা মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়