শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করে দিল্লিতে শান্তি ফেরানোর আহ্বান রোহিত-যুবরাজদের

রাকিব উদ্দীন : [২] সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ায় ভারতের দিল্লিতে এ পর্যন্ত ৩৭ জন মানুষ নিহত হয়েছে। আহন হয়েছে অনেকেই। ভয়াভহ এ দাঙ্গাকে কাটিয়ে শান্তির বার্তা ছড়াতে টুইটারে সবাইকে আহ্বান করেছেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, বীরেন্দ্র শেবাগ ও রোহিত শর্মারা।

[৩] দিল্লিতে ভয়াভহ দাঙ্গায় গত তিন দিনে দুই শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভয়ঙ্কর এই পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় দলের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। তিনি টুইট করে বলেন, ‘দিল্লিতে যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সকলের কাছে আমার আবেদন, শান্ত থেকে দিল্লিতে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে। যে কোনও ধরনের আঘাত বা ক্ষতি এই মহান দেশের রাজধানীর মুখে কালিমা লেপন করে দিচ্ছে।’

[৪] ভারতীয় ওপেনার রোহিত শর্মা টুইট করেছেন, ‘দিল্লিতে যা হচ্ছে তা মোটেও ভালো বার্তা দিচ্ছে না। আশা করি শীঘ্রই সবকিছু শান্ত হয়ে আসবে।’

[৫] দিল্লিতে দাঙ্গার ফলে বেশ কয়েকটি স্থানে জারি হয়েছে রেড অ্যালার্ট। জফরাবাদ, মৌজপুর, বাবরপুর, যমুনা বিহার, ভজনপুর, চাঁদ বাগ, শিব বিহারের অবস্থা সঙ্কটজনক। সাবেক তারকা যুবরাজ সিং যা দেখে টুইট করেন, ‘দিল্লিতে যা ঘটছে, তা হৃদয়বিদারক। সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা অবিলম্বে দাঙ্গা বন্ধ করুন। শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা হোক দিল্লিতে। আশা করি এই পরিস্থিতি সামলাতে প্রশাসন দ্রুত কোনো উপায় বের করবে। দিনের শেষে প্রত্যেকেই মানুষ। সবাইকে একসঙ্গে চলতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়