শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মোদীকে ‘ফ্যাসিস্ট’ ও ‘সিএএ-কে’ পিঙ্ক ফ্লয়েডের অন্যতম প্রতিষ্ঠাতা বললেন অসভ্য আইন

দেবদুলাল মুন্না:[২] ভারতের বাইরে পৃথিবীর বিভিন্ন শহরে সংশোধিত নাগরিকত্ব আইন তথা সিএএ-এর বিরুদ্ধে আন্দোলন আছড়ে পড়তে দেখা গিয়েছিল। এবার লন্ডনের মঞ্চ থেকে সিএএ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার এসব কথা বললেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের অন্যতম প্রতিষ্ঠাতা তথা গীটারিস্ট রজার ওয়াটার্স।

[৩] সাম্প্রতিক সময়ে চিলির লাগাতার আন্দোলন সারা লাতিন আমেরিকার রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। সারা বিশ্বের মুক্তমনা মানুষদের সেই আন্দোলনকে.সংহতি জানিয়েই কর্মসূচি চলছিল লন্ডনে। সেখানে উপস্থিত হয়ে পিঙ্ক ফ্লয়েডের গীটারিস্ট কার্যত গর্জে উঠলেন সিএএ নিয়ে।

[৪]তিনি বলেন, “মোদী সরকারের নেতৃত্বে সিএএ নামক ফ্যাদিবাদী আইন চাপিয়ে দেওয়া হচ্ছে ভারতে। হাজার হাজার মানুষ ওই আইনের বিরুদ্ধে সোচ্চারে প্রতিবাদ করছেন।” এরপরই একটি কাগজ হাতে তুলে নেন রজার। বলেন, “এটি ভারতের এক তরুণ কবির লেখা। আমরা হয়তো তাঁকে চিনি না। তার নাম আমির আজিজ। তিনিও একজন আন্দোলনকারী।” এরপরই মাইকের সামনে দাঁড়িয়ে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমির আজিজের কবিতা আবৃত্তি করতে থাকেন তিনি।

[৫]এর আগেও রজারকে বিভিন্ন আন্দোলনে রাস্তায় নামতে দেখা গিয়েছে। অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় রাতের পর রাত জেগেছিলেন এই ব্রিটিশ শিল্পী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়