শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাগেরহাটে জমির ফসল নষ্ট করার অভিযোগে ১৫ পরিবার অবরুদ্ব

আবু নাঈম, শরণখোলা প্রতিনিধি :[২] বাগেরহাটের শরনখোলায় কলাই ক্ষেত নষ্টের অভিযোগ তুলে বেড়া দিয়ে ১৫টি পরিবারের বসতবাড়ী থেকে বের হওয়ার রাস্থা বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষরা । ঘটনাটি ঘটেছে ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামে।

[৩] ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের মধ্যে শেফালী বেগম (৩৮) অভিযোগ করে বলেন ,গত ২৫ ফেব্রুয়ারি সকালে আমার গৃহপালিত একটি গরু ৫নং ওয়ার্ডের ইউপি সদস্যের চাচা এবং অমার প্রতিবেশি আনোয়ার জোমাদ্দারের কলাই ক্ষেতে ঢুকে পড়ে । এতে তার ক্ষেতের সামান্য ক্ষতি হয় । ওই সময় প্রতিপক্ষরা গরুটিকে আঘাত করে এ নিয়ে উভয় পক্ষের ঝগড়া হয়।

[৪] সেই ঘটনার জের ধরে আনোয়ার জোমাদ্দার তার স্ত্রী এবং ছেলে ও মেয়ে সহ তার বংশের ১০/১২ জন নারী পুরুষ একজোট হয়ে আমাদের অশ্লীল ভাষায় গালমন্দ করেন। পরে ক্ষিপ্ত হয়ে আমাদের বসত বাড়ি হতে রাস্থায় বের হওয়ার সকল দরজা (পথ ) বেড়া দিয়ে আটকে দেয় । যার কারনে এখন আমাদের কাজী পাড়ার প্রায় ১৫টি পরিবার অবরুদ্ব অবস্থায় রয়েছি।

[৫] এছাড়া আমাদের গৃহপালিত প্রানী সহ আমার স্বামীর ভ্যান গাড়ি বের করা নিয়ে চরম ভোগান্তির মধ্যে পড়েছি । এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন করেছেন।
[৬] অপরদিকে,অভিযুক্তদের পক্ষে মোসা: সখিনা বেগম বলেন, রাস্থার জমি আমাদের তাই বেড়া দিয়ে পথ বন্ধ করেছি । তাতে কার কি? কারো ক্ষমতা থাকলে পারলে বেড়া তুলে নেক।
[৭] উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, এ ধরনের অভিযোগ এখনও পাইনি তবে, খোঁজ খবর নিয়ে শীঘ্রই ব্যাবস্থা গ্রহন করা হবে । সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়