শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষের মূল অনুষ্ঠানের দায়িত্বে গণপূর্ত অধিদপ্তর

আসাদুজ্জামান সম্রাট: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনের মূল অনুষ্ঠানের দায়িত্ব পালন করছে দেশের অন্যতম প্রধান প্রকৌশল প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর। মূল অনুষ্ঠানস্থল জাতীয় প্যারেড গ্রাউন্ডে’র ভেন্যু প্রস্ততকরণ সংশ্লিষ্ট যাবতীয় কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর।

[৩] বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনে মাসিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ভেন্যু প্রস্তুতকরণের কাজ ইতিমধ্যেই শুরু করেছে অধিদপ্তর। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়েছে।

[৪] প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ‘৫৬০টি মডেল মসজিদ’ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৩০০টিরও অধিক মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। অবশিষ্ট মসজিদগুলোর নির্মাণ কাজ শিগগিরই শুরুর উদ্যোগ নেয়া হয়েছে।

[৫] এছাড়া গত ২৩-২৪ ফেব্রুয়ারি গণপূর্ত অধিদপ্তরের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ প্রকৌশলীরা অংশ নেন। সম্মেলনে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বার্ষিক উন্নয়ন কর্মসূচির শতভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

[৬] প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৮ ফ্রেব্রুয়ারি থেকে প্রথমবারের মতো গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের ৬ সপ্তাহবাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এতে জাতীয় গৃহায়ন কর্র্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরের ১১ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়