শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহল্লা কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে খুন হয় শিপন, গ্রেপ্তার ৩

মাসুদ আলম: [২] বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

[৩] তিনি বলেন, রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় শিপন হত্যাকাণ্ডে জড়িত আজাদ, সুজন ও ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ।

[৪] বুধবার ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। হত্যাকান্ডে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। হাতিরঝিলে বেগুনবাড়ি ও মধুবাগ দুই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এখানকার উঠতি বয়সী ছেলের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকতো। মধুবাগ এলাকার একটি মেয়ের সঙ্গে বেগুনবাড়ির আজাদের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে গত ২১ ফেব্রুয়ারি ওই মেয়ের বাসায় আজাদের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে যায়।বেগুনবাড়ির ছেলে মধুবাগ এলাকার মেয়েকে বিয়ে করবে এই ভেবে মধুবাগের ছেলেরা ক্ষিপ্ত হয়ে আজাদ ও তার পরিবারকে আটকিয়ে অপমান করে। এর জের ধরে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছায় এবং ২৩ ফেব্রুয়ারি রাতে শিপন ও তার বন্ধু মানিক মোটরসাইকেলে হাতিরঝিলে ঘুরতে গেলে আজাদ তার হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে শিপনের পেটে জখম করে এবং শিপনকে বাঁচাতে তার বন্ধু মানিক এগিয়ে আসলে তাকে গ্রেপ্তারকৃত সুজন চাকু দিয়ে পেটে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় শিপন মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়