শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭০০ ফ্রেন্ড রিকোয়েস্ট পেলেন এক রাতেই সালমান শাহর স্ত্রী সামিরা

বিনোদন ডেস্ক : [২] মৃত্যুর ২৪ বছর পর গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সালমান শাহর মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশ করে পিবিআই। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সালমান শাহকে হত্যা করা হয়নি; তিনি আত্মহত্যাই করেছিলেন। পিবিআইয়ের প্রতিবেদন প্রকাশের পর জাতীয় একটি দৈনিকে সাক্ষাৎকারে দিয়েছেন অমর নায়ক সালমানের স্ত্রী সামিরা। সময় টিভি

[৩] ‘তদন্তের শুরু থেকে আমি একই কথা বলে আসছি। জানি আমি নির্দোষ। পিবিআই বলার পর হয়তো আরো অনেকে বিশ্বাস করেছে। নইলে কি আর কাল রাত থেকে ৭০০ বেশি বন্ধুত্বের অনুরোধ পেতাম?

[৪] সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন চিত্রনায়ক সালমান শাহ-এমন তথ্য উঠে এসেছে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে।

[৫] ব্রিফিংয়ে প্রায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন তুলে ধরে বনজ কুমার বলেন, ৪৪ জনের জবানবন্দিসহ সার্বিক তদন্তে দেখা যাচ্ছে, চিত্রনায়ক সালমান শাহ পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। হত্যার অভিযোগের কোনো প্রমাণ মেলেনি।

[৬] ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়