শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১১ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন ফরমেটে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার নাইট

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ায় চলছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও থাইল্যান্ড। তুলনামূলক দুর্বল দলকে পেয়ে রেকর্ড গড়লেন ইংলিশ প্রমীলা ক্রিকেটার হিদার নাইট। দুর্দান্ত সেঞ্চুরি করে ইতিহাস করলেন এই অধিনায়ক। নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে স্বাদ পেলেন তিন সংস্করণেই সেঞ্চুরির।

[৩] নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যানবেরায় থাইল্যান্ডের বিরুদ্ধে ২৯ বছর বয়সী এই ক্রিকেটার চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬৬ বলে করেন অপরাজিত ১০৮ রান। ইনিংসে ছিলো ১৩টি চার ও ৪টি ছক্কা।

[৪] এই ইনিংসের পথে তিনি তৃতীয় উইকেটে নাতালি সিভারের সঙ্গে গড়েন অবিচ্ছিন্ন ১৬৯ রানের জুটি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যেটি যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

[৫] নাইট প্রথম সেঞ্চুরি করেছিলেন টেস্টে, ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৭। ওয়ানডেতে শতরানের সীমানায় পা রাখেন ২০১৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০৬।

[৬] এবার সেঞ্চুরি করলেন টি-টোয়েন্টিতেও। ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরির কীর্তিও গড়লেন তিনি। ২০ ওভারের ক্রিকেটে ইংলিশদের হয়ে সেঞ্চুরি আছে কেবল আর ট্যামি বিউমন্ট ও ড্যানি ওয়াটের।

[৭] সব মিলিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করা চতুর্থ ক্রিকেটার নাইট। ২০১০ সালে করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিন, ২০১৪ সালে অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ও ২০১৮ আসরে ভারতের হারমানপ্রিত কাউর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়