শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : [২] বোর্ডের কর্মকর্তা থেকে শুরু করে অধিনায়ক পরিবর্তন করে ভাগ্য বদলাতে পারলো না দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। ৯৭ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ খুঁইয়েছে কুইন্টন ডি ককরা।

[৩] কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে তাণ্ডব শুরু করেন দুই অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। উদ্বোধনী জুটিতে মাত্র ১১.৩ ওভারে দুজনে যোগ করেন ১২০ রান।

[৪] ওয়ার্নার ৫৭ রান করেন। তার বিদায়ের একটু পর সাজঘরে ফেরেন ফিঞ্চও। তিনি করেন ৫৫ রান। এছাড়া স্টিভ স্মিথ ৩০ রান করেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ দাঁড়ায় ১৯৩ রান।

[৫] জয়ের লক্ষ্যে খেলতে নামা দলীয় ৬ রানে প্রথম উইকেট হারানো প্রোটিয়ারা শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। রাসি ভ্যান ডার ডুসেন ও হেইনরিখ ক্লাসেন প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দুজনে যথাক্রমে ২৪ ও ২২ রান করে সাজঘরে ফিরলে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা।

[৬] শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের দল অলআউট হয় ৯৬ রানে, ১৫.৩ ওভার ব্যাট করে। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ও অ্যাশটন অ্যাগার নিয়েছেন ৩টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়