শিরোনাম
◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় ৬ মাস পর পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

ইয়াসিন আরাফাত : [২] বুধবার এক টুইট বার্তায় এ ঘোষণা দেন দেশটির খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান। তিনি বলেন, ভারতে পেঁয়াজের বাজার স্থিতিশীল রয়েছে এবং এ বছর প্রচুর উৎপাদিত হয়েছে।
[৩] মার্চ মাসে ভারতে পেঁয়াজের প্রত্যাশিত উৎপাদন ৪০ লাখ মেট্রিক টন, যা গত বছরের তুলোনায় প্রায় ৩৩ শতাংশ বেশি। এপ্রিলে দেশটিতে ৮৬ লাখ টন পেঁয়াজের উৎপাদন আশা করা হচ্ছে, গত বছরের একই সময়ে যা ছিল ৬১ লাখ টন।
[৪] ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে মন্ত্রীদের একটি বৈঠকে পেঁয়াজ রপ্তানি শুরুর এই সিদ্ধান্ত নেয়া হয়। পেঁয়াজের ন্যুনতম রপ্তানি মূল্য নির্ধারণ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
[৫] দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদফতর (ডিজিএফটি) থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারির পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।
[৬] ভারত হলো বিশ্বের সবচেয়ে বড়ো পেঁয়াজ রপ্তানিকারক দেশ। গত বছরের জুনে বন্যায় ভারতের বিভিন্ন অংশ প্লাবিত হওয়ায় পেঁয়াজ উৎপাদনে ঘাটতি দেখা দেয়। সেসময় পেঁয়াজের দাম বাড়তে শুরু করলে দেশটির সরকার তাৎক্ষণিক রফতানি ১০ শতাংশ কমানোর ঘোষণা দেয়। এরপর সেপ্টেম্বরে এসে পুরোপুরি রফতানি বন্ধ করে দেয়।
[৭] দেশটির পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়ে। দফায় দফায় দাম বাড়তে থাকে পেঁয়াজের। নিত্যপ্রয়জনীয় এই দ্রব্যটির দাম অকল্পনীয় ভাবে বাড়তে থাকায় বাজার সামাল দিতে বাধ্য হয়ে বাংলাদেশকে ভারতের বাইরেও চীন, মিসর, তুরস্ক ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়