শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো খারাপের পদধ্বনি নয় তো?

বিপ্লব কুম‌ার পোদ্দারঃ বাতাসে আজ কিসের যেন গন্ধ ভেসে বেড়ায়। গন্ধটা আগেও পেয়েছিলাম কিন্তু এখন ঠিক মনে করতে পারছি না। আমি শংকিত, কোনো খারাপ কিছু আসবে না‌ তো! পাপিয়া, এনাম রূপম কি শুধু এরাই, নাকি অন্য কিছু হচ্ছে ভিতরে ভিতরে? আজ যখন শুনি প্রকৃত বিরোধীদলের মহাসচিব, সরকারি দলের সাধারণ সম্পাদকের সাথে যে ভাবে কথা বলেন তাতে মনে হয়, ওনাকে কেউ বন্দুকের মুখে দাঁড় করিয়ে কথাগুলো বলছিলেন। অবাক হওয়ার বিষয়, সেই কথোপকথ‌নের প্রকাশে প্রমাণিত, মহাসচিব সাহেব অসত্য কথা বলেছেন। আর যদি তাই হয় ওনাকে যেভাবে সবাই জানে তাতে কি তিনি আর ওই পদে থাকতে পারেন? আর যদি থাকেন তাহলে সরকারী দল আর ওনাদের মধ্যে কি কোনো তফাৎ আছে?

২৫শে ফেব্রুয়ারী আজ তুমি বড়ো বেমানান, সবাই ভুলে গেছি! আমরা আজ আমাদের নিয়ে খুব ব্যস্ত, তবে আমি বিশ্বাস করি তোমরা অন্তত ইতিহাসের পাতায় অত্যন্ত যত্ন সহকারে থাকবে; ভবিষ্যতের জন্য, তখন দেখবে, তোমাদের আত্মা অনেক শান্তি পাবে।

পাপিয়া আজ কিন্তু শুধু এক দলে নয়, সব দলেই আছে । তাই খোঁজ হোক সব পাপিয়ার, নাহলে মা জাতি যদি নষ্ট পথে চলে যায়, আগামী জাতি কিন্তু ভালো আসবে না, তাই এখনই সময় প্রতিরোধ করার।

এদিকে চলছে যুক্তরাজ্যে ফেবু ঝড়, গতি বেশ প্রবল। ঝড়ে আহত হলেন যিনি,তা বেশ হাসির খোরাক যোগায়। কারণ যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি এবং সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন এবং যুক্তরাজ্য যুবদল তার দায়িত্ব নিয়েছিলো কিন্তু বিচার হলো তার, যে নির্দেশ মেনে দলকে ভালোবাসতে গিয়েছিলো। বাহ্ কি সুন্দর বিচার! ব্যাক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তবে অবাক করার মতো বিষয় দলের ভিতর কত সুন্দর কর্মী বাহিনী গড়ে উঠেছে, তা কিন্তু এবার প্রমাণ হলো, নিজেদের গোষ্ঠীকে টিকিয়ে রাখতে যেকোনো কিছু করতে পরোয়া করে না। এর মধ্যে আবার কেউ কেউ নিজের নাম এবং এক্টিং চেয়ারম্যান এর নামে মামলা করিয়ে শিরোনাম হয় কোনো উদ্দেশ্য হাসিলে?

দিল্লী আজ রক্তরঞ্জিত, সাবাস ট্রাম্প, আশাকরি আপনি খুশিই হয়েছেন এই অভ‌্যর্থনা পেয়ে। হোক না কিছু মায়ের কোল খালি হ‌চ্ছে!

আমাকে হয়তো অনেক হিন্দু সম্প্রদায়ের লোক ভুল বুঝতে পারেন, অথবা আমি সত্যিই খারাপ যেটা আপনারা ভাবছেন। তবে আমি সর্ব প্রথম মানুষ, যেটা ভগবান বলেন বিভিন্ন মাধ্যমে। এবার কিন্তু বাংলাদেশের হিন্দুদের এক সুবর্ণ সুযোগ তারা যে মানবতাবাদী, তা প্রমাণ করার। আপনাদের স্বার্থে অন্তত মোদির বাংলাদেশে আসার বিরোধিতা করে সবাই ঢাকা এসে বিক্ষোভ করুন, দেখবেন আপনারা উপকৃত হবেন। আর যারা বাংলাদেশের মুসলমান আছেন , তাদের তো আর কোথাও যাবার নেই, তাই বাংলাদেশকে তাদের ভালো রাখতেই হবে। সরকার সব কিছু বলে দিতে পারে না, অনেক বিষয় থাকে, চুপ করে থাকাই ধর্ম, তাই সব মানুষ একত্রিত হয়ে ঢাকা চলো স্লোগান দিয়ে মোদী ঘেরাও কর্মসূচি পালন করুন। দেখবেন, সাপ যেভাবে গর্তে ঢোকার মুহূর্তে সোজা হয়ে যায়, ঠিক সেভাবে ভারত তার সিএএ বন্ধ করে কিভাবে সমঝোতা করে দেখতে পাবেন। দয়া করে অন্তত একটিবার সকল বি‌ভেদ ভুলে সকল রাজনৈতিক ভেদাভেদ, দেশের স্বার্থে, মুক্তি‌যোদ্ধাদের স্মরণে, ভাষাসৈনিকের সম্মানে, সৈনিক হত্যার প্রতিবাদে।

সবশেষে আমার তো একটাই দাবি কোনো শর্ত নয়, দেশের প্রয়োজনে,সময়ের দাবিতে , সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দিলে প্রধানমন্ত্রী আপনিই উপকৃত হবেন।

‌লেখকঃ বিপ্লব কুমার পোদ্দার
আইনজীবী ও লেখক, যুক্তরাজ্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়