শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৩ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে বখাটের উত্যক্ত সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

খোকা আহম্মেদ, বরিশাল প্রতিনিধি :[২] বখাটের উত্যক্তে অতিষ্ঠ হয়ে সুমী আক্তার (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। ঘটনাটি ঘটেছে জেলার মুলাদী উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামে।

[৩] বুধবার সকালে নিহত সুমীর বাবা আবুল কালাম জানান, গত ছয় মাস পূর্বে সামাজিকভাবে তার মেয়ের সাথে নাজিরপুর এলাকার খোরশেদ চৌকিদারের পুত্র রাজুর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে কুতুবপুর গ্রামের সবুজ চৌকিদারের বখাটে পুত্র মামুন চৌকিদার মোবাইল ফোনসহ বিভিন্নভাবে সুমীকে উত্যক্ত শুরু করে। বিষয়টি মামুনের পরিবারের সদস্যদের অবহিত করায় সে (মামুন) আরও ক্ষিপ্ত হয়।

[৪] মামুন মোবাইল ফোনে সুমীর স্বামী রাজুকে জানায় বিয়ের আগেই তাদের প্রেমের সম্পর্ক ছিলো। বিষয়টি রাজু তার স্ত্রীর কাছে জানতে চাইলে সুমী প্রতিবাদ করে। একপর্যায়ে গত সোমবার সন্ধ্যায় বখাটে মামুনের উত্যক্তে অতিষ্ঠ হয়ে সুমী ঘরে থাকা বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলে। এতে সে গুরুত্বর অসুস্থ হয়ে পরলে বাড়ির লোকজনে মুমূর্ষ অবস্থায় সুমীকে মুলাদী উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে সুমী মারা যায়।

[৫] মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান, খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। তিনি আরও বলেন, উত্যক্তকারী বখাটেকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। সম্পদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়