শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনোয়ার ইব্রাহিমই হতে যাচ্ছেন মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী

সাইফুর রহমান : [২] দেশটির ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে বলে বুধবার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত সোমবার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কোনও কারণ না দেখিয়ে পদত্যাগ করলেও দেশটির রাজা তাকে অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। আলজাজিরা, স্ট্রেইট টাইমস, মালয়েশিয়াকিনি ডটকম

[৩] দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির চলমান সংকটে মুখোমুখি অবস্থানে রয়েছেন ৯৪ বছর বয়সী মাহাথির ও তার এক সময়ের ঘনিষ্ঠ ৭২ বয়সী আনোয়ার। ২০১৮ সালে তৎকালীন ক্ষমতাসীন নাজিব রাজ্জাককে ক্ষমতাচ্যুত করতে হঠাৎ করেই জোটবদ্ধভাবে নির্বাচন করেন তারা। শর্ত ছিলো ক্ষমতায় যাওয়ার কিছুদিনের মধ্যেই আনোয়ারের হাতে প্রধানমন্ত্রিত্বের ভার তুলে দেবেন।

[৪] শেষ পর্যন্ত পদত্যাগ করলেও প্রতিশ্রুতি রক্ষা করেন নি মাহাথির। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আনোয়ারকে বাদ দিয়ে নতুন জোট গঠনের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রি পদে বসতে পারেন মাহাথির। তবে বুধবার দেয়া আনোয়ার ইব্রাহিমের ঘোষণা মালয়েশিয়ার সঙ্কটকে আরো ঘণীভূত করছে।

[৫] এদিকে চলমান রাজনৈতিক সঙ্কটের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান আধুনিক মালয়েশিয়া গড়ার কারিগরখ্যাত মাহাথির। বুধবার দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘একজন মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে। পদত্যাগ করাটা ভুল হয়ে থাকলে আমি জাতির কাছে ক্ষমা চাই।’

[৬] অন্যদিকে, আনোয়ার ইব্রাহিমের দাবি, মঙ্গলবার পাকাতান হারাপান জোটের বৈঠকে মাহাথিরকে সভাপত্বি করার অনুরোধ জানালেও তিনি উপস্থিত থাকেন নি। এরপর দলের প্রেসিডিয়াম কমিটি তাকেই প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন এবং তারা রাজার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়