শিরোনাম

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধ্যরাতে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে জামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

মশিউর অর্ণব: [২] মঙ্গলবার গভীর রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে অবস্থান নেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ভোর সাড়ে চারটায় জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ। ডেকান হেরাল্ড, টাইমস অফ ইন্ডিয়া

[৩] উত্তর-পূর্ব দিল্লির সহিংসতা থামাতে এবং দোষীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে বিক্ষোভকারীরা তার বাসভবনের বাইরে সমবেত হয়েছিলেন।

[৪] জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং জামিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।

[৫] জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অভিযোগ, জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করার পর পুলিশ তাদের আটক করে নিকটস্থ সিভিল লাইন্স থানায় নিয়ে যায়।

[৬] দিল্লির মুখ্যমন্ত্রীকে স্থানীয় বিধায়কদের সঙ্গে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থ অঞ্চল পরিদর্শনের এবং চলমান উত্তেজনা কমাতে 'শান্তি মিছিল' করার প্রস্তাব দেন প্রতিবাদকারীরা।

[৭] পাশাপাশি, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ অঞ্চল থেকে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর আহ্বান জানান বিক্ষোভকারীরা।

[৮] সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, সে বিষয়েও সাধারণ নাগরিকদের অবহিত করার দাবি জানান জামিয়ার শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়