শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢালাওভাবে হিন্দু সম্প্রদায়কে অপবাদ দেবেন না, বললেন ভিপি নুর

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু'র সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর বলেছেন, আপনারা ঢালাওভাবে একজনের জন্য পুরো হিন্দু সম্প্রদায়কে অপবাদ দিবেন না। এটি আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো। একজন হিন্দু কিংবা একজন মুসলমান যখন কোন অপরাধ করে তখন সে কখনই তার পুরো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না।

[৩] বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে পাদদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট’ ও সিএএ বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর ‘হামলা ও হয়রানি’র প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

[৪] ভিপি নুর বলেন, ভারতের সাম্প্রদায়িক দাঙ্গার প্রভাবে যেন বাংলাদেশে না পড়ে। একটা চক্র বাংলাদেশে ঘলাটে পরিবেশ সৃষ্টির চেষ্টা করবে। সুতরাং আপনারা যখন কথা বলবেন, বক্তব্য দিবেন তখন যৌক্তিক ভাষায় সমালোচনা করবেন। কোন ধর্মীয় হিংসাত্মক পোস্ট দিবেন না। তিনি আরো বলেন, আমরা হিন্দু কিংবা মুসলমানকে বিবেচনায় নেই না। আমরা মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করি।

[৫] সমাবেশে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, ডাকসু ভিপি নুরুল হক নুর, ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মুহাম্মদ রাশেদ খান, ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, মশিউরসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

[৬] বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নরেন্দ্র মোদির আগমণের বিষয়ে ভিপি নুর বলেন, মোদির হাতে মুসলিমদের রক্ত লেগে আছে। জনগণের রক্ত লেগে আছে। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মোদীর মতো জঙ্গিবাদী নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষকে অপমানিত করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে অসম্মান করা হবে। মোদীর মতো কোন জঙ্গিকে আমরা কখনই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মতো মহৎ অনুষ্ঠানে দেখতে চাই না। আর যদি মোদী আসে তাহলে ছাত্রসমাজের রক্তে গঙ্গা ভয়ে যাবে।

[৭] প্রসঙ্গত, প্রতিবেশি দেশ ভারতের দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার বিক্ষোভকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শিশুসহ ২ শতাধিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়