শিরোনাম
◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরহাদ আলম, শেকৃবি  : [২] ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মাদক বিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বক্তারা মাদকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে মাদকের বিরুদ্ধে পরিবার থেকে বিশ্ববিদ্যালয় পযর্ন্ত বিভিন্ন সচেতনতা মূলক দিক নির্দেশনা দিয়েছেন।

[৩] মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ৩টা ৩০ মিনিটে বিশ্বিবদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে থেকে মাদক বিরোধী র‌্যালি শুরু হয়ে স্বাধীনতা চত্বর হয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।

[৪] বিকাল ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে মাদক বিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সহযোগীতা করেছিলেন ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

[৫] অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন, বাংলাদেশ বেসরকারি সংগঠন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) প্রতিষ্ঠাতা অধ্যাপক ড.অরুপ রতন চৌধুরী। তিনি বলেন , মাদক কোনো ছেলে খেলা নয়, মাদক একটি ব্রেন রোগ। সিগারেট ধোঁয়ায় রয়েছে ৭৩৫৭ বিষাক্ত রাসায়নিক দ্রব্য। এর মধ্যে ৭০টি মানুষের দেহে ক্যান্সার সৃষ্টি করে। মাদকের ফলে মানুষের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় । তামাক নিয়ন্ত্রণ আইনে খোলা জায়গায় ধূমপান করলে ৩০০ টাকা। সংগীদের চাপে, নেশার প্রতি কৌতুহল, এবং মাদকের সহজলভ্যতা কারণে তরুণ সমাজ মাদকে আসক্ত হয়ে পড়ছে।

[৬] ইয়াবার গ্রহণতা আজ মেয়েদের কাছে পৌঁছে গেছে। ইয়াবা গ্রহণকারীরা বিষাদ গ্রস্থ হয়ে মৃত্যু বরণ করছে। ফেনসিডিল, হেরোইন আমাদের দেহে সৃষ্টি করছে বিভিন্ন মরণব্যধি। বাংলাদেশের সরকার এখন সরকারি চাকরিতে ড্রাগ টেস্টের ব্যবস্থা গ্রহণ করেছেন।

[৭] আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মাদ, মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন মানসের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. অরুপ রতন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, সবেক এমপি ও প্রেসিডেন্ট দ্যা বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের নুর মোহাম্মদ। এছাড়া, উপস্থিত ছিলেন- ক্যাম্পাস ভিত্তিক মাদক বিরোধী আনদলনের সম্বনয়ক রফিকুল ইসলাম রোলি, ক্যাম্পাস ভিত্তিক মাদক বিরোধী আনন্দলনের প্রধান উপদেষ্টা কে এস এম মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন বৃন্দ এবং বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির সঞ্জালনার দ্বায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর মো. রুহুল আমিন।

[৮] প্রধান অতিথির বক্তব্যে বিশ্বিবদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.কামাল উদ্দিন আহাম্মাদ বলেন, মাদকে বিদ্যমান নিকোটিন শারীরিকভাবে অন্যান্য মাদক গ্রহণের পরিমাণ বৃদ্ধি করে। এই জন্য মাদকের রুটগুলো বন্ধ করতে হবে। মাদক সোস্যাল সমস্যায় পরিণত হচ্ছে দিনে দিনে। সরকারের মাদকে শুণ্য সহনশীলতা নীতি আমরা বিশ্ববিদ্যালয়ের চালু রাখবো যাতে শিক্ষার্থীরা আসক্ত হতে না পারে। তামাকের সেবন বিষ সেবনের সামান। তামাক চাষের পরিবর্তে অন্য ফসল চাষের বিষয়ে আগ্রহী হতে হবে।

[৯] অনুষ্ঠানটির সভাপতি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভাটি শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়