শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উদযাপনে লন্ডনে নাগরিক কমিটি গঠন, হাইকমিশনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কূটনৈতিক প্রতিবেদক: [২]জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে লন্ডনে নাগরিক কমিটি গঠন, বাংলাদেশ হাইকমিশনে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আবদুল গাফফার চৌধুরীকে আহবায়ক করে গঠিত এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, কার্যকরি আহবায়ক সুলতান মাহমুদ শরীফ ও সদস্য সচিব যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

[৩] যুক্তরাজ্যে প্রবাসী মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী, কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের বাংলাদেশি-ব্রিটিশদের নিয়ে নাগরিক কমিটি গঠন ও বছরব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

[৪] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ‘মুজিব শতবার্ষিকী চিলড্রেন আর্ট কম্পিটিশন’ শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে ৫ থেকে ১৮ বছর বয়সী বাংলাদেশী-ব্রিটিশ শিশুরা অংশ নেয়।

[৫] বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম জানান, বঙ্গবন্ধুর সোনার বাংলার ধারণার আলোকে প্রায় ৫শ’ শিশুর শিল্পকলা ও চিত্রকলার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছি। বাংলাদেশি-ব্রিটিশ শিশুদের বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য তাঁর অবদান সম্পর্কে আরও সচেতন করা। অন্যান্য নগর ও শহরে প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশ নেওয়া শিশুদের মার্চে লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বঙ্গবন্ধু সেঞ্চুরি চিলড্রেন ফেস্ট’ এ পুরস্কৃত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়