শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের জন্য দূতাবাসের হটলাইন চালু

কূটনৈতিক প্রতিবেদক: [২] দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের সভা-সমাবেশ গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দিয়ে দূতাবাসের হটলাইন চালুর কথা জানালেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলাম। যে কোনো সহযোগিতার জন্য দূতাবাসের হটলাইন ০১০২৮৮১৪০৫৬ নম্বরে ২৪ ঘণ্টা সেবা নিতে পারবেন প্রবাসীরা।

[৩] কোভিড-১৯ হাঁচি বা কাশি থেকে ছড়ানোর আশঙ্কা থাকায় বাংলাদেশিদের একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া বাসা ও কর্মস্থলের বাহিরে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়া বসবাসরত বাংলাদেশিরা সুস্থ আছেন। এ বিষয়ে দেশটির সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবেন।

[৪] ভিসা সংক্রান্ত জটিলতায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেউ চাইলে ডাকযোগেও এ সেবা গ্রহণ করতে পারেন। এ জন্য দূতাবাসে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। রোগের লক্ষণ দেখা দিলে ১৩৩৯ নাম্বারে এবং স্থানীয় হাসপাতালে যোগাযোগ করতে হবে। সরকার বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবে।

[৫] আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে আবিদা ইসলাম বলেন, সব সময়ের জন্য অবশ্যই গ্লাভস ও মাস্ক পরতে হবে। রোগের কেন্দ্রস্থল হিসেবে দেগু ও চেওংদো শহরকে চিহ্নিত করে স্পেশাল কেয়ার অঞ্চল হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার।

[৬]দেশটি সর্বোচ্চ সতর্কতা জারি করার পরও আক্রান্তের সংখ্যা ৮৯৩ জনে দাঁড়িয়েছে, রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি হতে চলেছে। মৃত্যু হয়েছে ৯ জনের। গৃহবন্দির মতো অবস্থান করতে হচ্ছে কোরিয়ার মানুষদের। অধিকাংশ দোকানপাট বন্ধ, রাস্তায় এবং কোরিয়ার বিভিন্ন বাজারে একদম জনমানবশূন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়