শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রিসের লেসবস ও চিয়স দ্বীপে অধিবাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, পৌরসভার গাড়িতে আগুন, টিয়ার শেল নিক্ষেপ

সিরাজুল ইসলাম: [২] মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) ভোরে সেখানে অভিবাসীদের জন্য নতুন বন্দিশিবির নির্মাণ করতে গেলে সংঘর্ষ শুরু হয়। গার্ডিয়ান

[৩] চিয়স দ্বীপে পুলিশ টিয়ার শেল ও আলোক গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। টিয়ার শেলের অতিরিক্ত গ্যাসে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান।

[৪] এ ঘটনা নতুন বন্দিশিবির নির্মাণ এবং আগের শিবিরগুলো পুনঃস্থাপানে চাপ তৈরি হলো। সেখানকার লোকজন কয়েক মাস ধরেই শিবিরের বিরোধীতা করে আসছিলো।

[৫] স্থানীয় কর্তৃপক্ষ অভিবাসন ও রাজনৈতিক আশ্রয়প্রত্যাশীদের মূল ভূখন্ডে ফিরিয়ে নেয়ার দাবি জানিয়ে আসছিলো।

[৬] কয়েকদিন ধরে মূল ভূখন্ডে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রেখেছে। অন্যদিকে পুলিশ ঘিরে রেখেছে শিবির নির্মাণের স্থানগুলো।

[৭] সরকারের মুখপাত্র স্টেলিয়স পেটসাস বলেন, তাদের মধ্যে আস্থার সঙ্কট তৈরি হয়েছে। এটা সৃষ্টি হয়েছে কয়েক বছর আগেই। তিনি বলেন, বন্ধ সুবিধাগুলো চালু করা হবে। তিনি স্থানীয়দের সমর্থন চান।

[৮] নতুন শিবির নির্মাণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিবিরগুলোতে গাদাগাদি করে রয়েছেন বন্দিরা। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাচ্ছে না।

[৯] অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে প্রবেশের পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয় গ্রিস। গত বছর দেশটিতে প্রায় ৬০ হাজার অভিবাসী প্রবেশ করেছে। এ সংখ্যা আগের বছরের দ্বিগুণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়