শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনামুল ও রূপনের বাসায় ফের অভিযান চালিয়ে ২৬ কোটি টাকা উদ্ধার

মাসুদ আলম :২] রাজধানীর পুরান ঢাকায় ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিট এলাকায় আওয়ামী লীগ নেতা সেই দুই ভাই এনামুল হক –রূপন ভুঁইয়ার বাসায় অভিযান চালিয়ে ফের নগদ ২৬ কোটি টাকা উদ্ধার করেছে র‌্যাব-৩। এছাড়া পাঁচ কোটি টাকার এফডিআর, ডলার, স্বর্ণালঙ্কার ও ক্যাসিনোর সরঞ্জাম পাওয়া গেছে। সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে সিআইডিও অংশ নেয়।

৩] এনামুল হক গণ্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিঙ্কৃত সহ-সভাপতি ও রূপন ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে গত ২৪ সেপ্টেম্বর এনামুল ও রূপন এবং তাদের দুই কর্মচারির বাসায় অভিযান চালিয়ে ৭৩০ ভরি সোনা ও নগদ ৫ কোটি টাকা জব্দ করেছিলো র‌্যাব। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

৪] র‌্যাব জানান, সোমবার গভীর রাতে পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে এনামুল ও রূপন ভূঁইয়ার বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। পাঁচতলা বাড়িটির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই ২৬ কোটি টাকা উদ্ধার করা হয়। লোহার ভল্টের মধ্যে এক হাজার টাকার নোটের বান্ডেলগুলো থরে থরে সাজানো ছিল। ফ্ল্যাটের চারটি কক্ষের মধ্যে তিনটি কক্ষ থেকে পাঁচটি ভল্ট থেকে ওই টাকা উদ্ধার করা হয়। গত ১৩ জানুয়ারি ঢাকার কেরাণীগঞ্জ থেকে এনামুল ও রূপনকে গ্রেফতার করে সিআইডি।

৫] সংশ্লিষ্টরা জানান, এনামুল ও রূপন গত ছয় থেকে সাত বছরে পুরান ঢাকায় বাড়ি কিনেছেন কমপক্ষে ১২টি। ফ্ল্যাট কিনেছেন ছয়টি। এ দুই ভাইয়ের মূল পেশা জুয়া। জুয়ার টাকায় এনামুল ও রূপন কেবল বাড়ি ও ফ্ল্যাটই কেনেননি, ক্ষমতাসীন দলের পদও কিনেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়