শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনামুল ও রূপনের বাসায় ফের অভিযান চালিয়ে ২৬ কোটি টাকা উদ্ধার

মাসুদ আলম :২] রাজধানীর পুরান ঢাকায় ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিট এলাকায় আওয়ামী লীগ নেতা সেই দুই ভাই এনামুল হক –রূপন ভুঁইয়ার বাসায় অভিযান চালিয়ে ফের নগদ ২৬ কোটি টাকা উদ্ধার করেছে র‌্যাব-৩। এছাড়া পাঁচ কোটি টাকার এফডিআর, ডলার, স্বর্ণালঙ্কার ও ক্যাসিনোর সরঞ্জাম পাওয়া গেছে। সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে সিআইডিও অংশ নেয়।

৩] এনামুল হক গণ্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিঙ্কৃত সহ-সভাপতি ও রূপন ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে গত ২৪ সেপ্টেম্বর এনামুল ও রূপন এবং তাদের দুই কর্মচারির বাসায় অভিযান চালিয়ে ৭৩০ ভরি সোনা ও নগদ ৫ কোটি টাকা জব্দ করেছিলো র‌্যাব। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

৪] র‌্যাব জানান, সোমবার গভীর রাতে পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে এনামুল ও রূপন ভূঁইয়ার বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। পাঁচতলা বাড়িটির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই ২৬ কোটি টাকা উদ্ধার করা হয়। লোহার ভল্টের মধ্যে এক হাজার টাকার নোটের বান্ডেলগুলো থরে থরে সাজানো ছিল। ফ্ল্যাটের চারটি কক্ষের মধ্যে তিনটি কক্ষ থেকে পাঁচটি ভল্ট থেকে ওই টাকা উদ্ধার করা হয়। গত ১৩ জানুয়ারি ঢাকার কেরাণীগঞ্জ থেকে এনামুল ও রূপনকে গ্রেফতার করে সিআইডি।

৫] সংশ্লিষ্টরা জানান, এনামুল ও রূপন গত ছয় থেকে সাত বছরে পুরান ঢাকায় বাড়ি কিনেছেন কমপক্ষে ১২টি। ফ্ল্যাট কিনেছেন ছয়টি। এ দুই ভাইয়ের মূল পেশা জুয়া। জুয়ার টাকায় এনামুল ও রূপন কেবল বাড়ি ও ফ্ল্যাটই কেনেননি, ক্ষমতাসীন দলের পদও কিনেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়