শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণ ও যৌন নিপিড়নের কেলেঙ্কারীতে মার্কিন প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন দোষী সাব্যস্ত, ‘মিটু হ্যাশট্যাগ’ আন্দোলনের জয়

শাহনাজ বেগম : [২] হলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা হিসাবে দীর্ঘকাল হলিউডি মোগল নামে পরিচিত ৬৭ বছর বয়সী হার্ভে ওয়েইনস্টেইন আদালতের রায় অস্বীকার করে বলেছেন, অনুমতি ছাড়া কারও সঙ্গেই তার যৌন সম্পর্ক ছিল না। ম্যানহাটনের ওই আদালত সোমবার দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছে তাতে ৫ থেকে ২৯ বছরের সাজার সম্ভাবনা রয়েছে। দ্যা গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস

[৩] গত ৩০ বছর যাবত কীভাবে অসম্মানিত করেছিলো তার বর্ণনা দিতে ছয়জন নারী হার্ভের বিরুদ্ধে সাক্ষী দিতে আদালতে উপস্থিত ছিলেন। ২০০৬ সালে সাবেক প্রোডাকশন অ্যাসিসট্যান্ট মিমি হাইলিকে যৌন নিপীড়ন এবং ২০১৩ সালে সাবেক অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

[৪] তার বিরুদ্ধে আনা ‘মি টু’ হ্যাশট্যাগ আন্দোলণ জন সমুদ্রে পরিণত হয়েছিলো এবং আদালতের এই রায়ে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে নির্যাতিত নারীদের প্রকাশ্যে অভিযোগ আন্দোলনের জয় হয়েছে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন।

[৫] ২০১৩ সালে দুই নারীকে লাঞ্ছিত করার অভিযোগে লস অ্যঞ্জেলসের আদালতে তার বিরুদ্ধে আরও দুটি মামলা ঝুলছে। তার বিরুদ্ধে ১শ’ জন নারী যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। অভিযোগকারীদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি ও সালমা হায়েকের মতো খ্যাতি সম্পন্ন তারকারাও রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়