শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেলিকপ্টার কোম্পানিকে দায়ী করে মামলা করলেন কোবির স্ত্রী

স্পোর্টস ডেস্ক : [২] ভয়াভহ হেলিকপ্টার দুর্ঘটনায় চিরদিনের জন্য হারিয়ে গিয়েছেন বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। তার অকাল এই মৃত্যু এখনও মেনে নিতে কষ্ট হচ্ছে ক্রীড়াপ্রেমিদের। কোবির সহধর্মিণী ভ্যানেসা ব্রায়ান্ট শোক কাটিয়ে এখনও উঠতে পারেননি। মামলা করেছেন আইল্যান্ড এক্সপ্রেস হেলিকপ্টারসের বিরুদ্ধে। কোবিসহ নিহত আটজনকে বহন করা হেলিকপ্টারটি এই প্রতিষ্ঠানেরই ছিল।

[৩] লস অ্যাঞ্জেলসের একটি সুপ্রিম কোর্ট গত সোমবার বিষয়টি নিশ্চিত করেন। যদিও ব্রায়ান্টের মৃত্যুর পর আবহাওয়া ও কুয়াশাকে দায়ী করা হয়েছিলো। প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন, ঘন কুয়াশা ও নিচু মেঘের জন্য সামনে কিছু দেখা যাচ্ছিল না। এ কারণে উচ্চতা নির্ধারণ করা সম্ভব হয়নি পাইলটের পক্ষে।

[৪] এছাড়া জাতীয় যাতায়াত নিরাপত্তা কমিটির তদন্তে দেখা গেছে, কোনো অভ্যন্তরীণ ত্রুটি ছিল না হেলিকপ্টারে। বাহনের দুটি ইঞ্জিনই সচল ছিল দুর্ঘটনার সময়। ঘটনার সময় আশপাশে থাকা লোকজনের ছবি ও ভিডিওকে তদন্তের প্রমাণ হিসেবে নেওয়া হয়েছে।

[৫] ব্রায়ান্টের মৃত্যুর পরেই গত ৩০ জানুয়ারি আইল্যান্ড এক্সপ্রেস নিজেদের সব সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।কিন্তু ভ্যানেসা এখনো যে তাদেরই দুর্ঘটনার জন্য দায়ী করছেন, সেটা মামলা করার ঘটনাতেই প্রমাণিত। এদিকে মামলার ব্যাপারে হেলিকপ্টার প্রতিষ্ঠানের কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়