শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : [২] সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ মিশন। কিন্তু ভারতের বিপক্ষে ১৮ রানে হেরে বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি সালমাবাহিনীদের। হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।

[৩] শেষ চারের লড়াইয়ের আগে এখনও হাতে তিনটি ম্যাচ আছে টাইগ্রেসদের। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। যাদের বিপক্ষে কোনো ফরম্যাটেই এখনো খেলেনি বাংলাদেশ নারী দল।

[৪] অচেনা প্রতিপক্ষ হলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ। নিজেদের পরিকল্পনয় অটুট থাকতে চায় নারীরা। এমনটাই জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

[৫] নিগার বলেন, ‘আমরা এখনও অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো ফরম্যাটে খেলেনি। তাই আমরা আমাদের পরিকল্পনা মোতাবেকই আগাবো। পরের ম্যাচে সব পরিকল্পনা কাজে লাগাতে চাই।’

[৬] তিনি আরো বলেন, ‘যদিও ওরা বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু আমরা এটা ভাবছি না। আমরা সব দিক দিয়ে ইতিবাচক থাকতে চাই। ইতিবাচক বিষয় নিয়ে মাঠ ছাড়তে চাই। পরের ম্যাচে সব কিছু কাজে লাগাতে চাই।’

[৭] ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সালমাবাহিনী। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়