শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘স্ত্রী সামিরার ষড়যন্ত্রেই খুন হয় সালমান শাহ, বললেন নীলা চৌধুরী (ভিডিও)

বিনোদন ডেস্ক : [২] পিবিআই-এর তদন্ত প্রতিবেদন পুরোপুরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন সালমান শাহ'র মা নীলা চৌধুরী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিজ বাসভবনে সময় সংবাদ সাক্ষাৎকারে বলেন, আজিজ মোহাম্মদ ভাই ও স্ত্রী সামিরার ষড়যন্ত্রেই খুন হয় তার ছেলেকে সালমান শাহ'। সময় টিভি

[৩] সালমান শাহ’র মা বলেন, পিবিআই যখন মামলাটির তদন্তের দায়িত্ব নিল। তখন কেউ বলছেন একটু চা খাবার পয়সা দিয়েন, আবার কেউ বলছেন একটু টাকা খরচ করেন, তাহলে হয়তো মামলাটি ভালোভাবে তদন্ত হবে।

[৪] আমার ছেলে মারা গেছে, তাই আমি রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছি। রাষ্ট্র দিয়েছে কোর্টের মাধ্যমে পিবিআইকে। আর এই পিবিআই’র কাছে আমি বিচার চাইবো। সেখানে পয়সা খরচ করবো কেন। আর আমি পয়সা খরচ করার মতো ক্ষমতাধর মানুষ না।

[৫] আমার ছেলেকে খুন করা হয়েছে, তাই আমি এখনও বিচার চাচ্ছি।সামিরা ও পিবিআই মিলে যোগসাজশে তদন্তের মাধ্যমে আজ নাটক করেছেন। পিবিআই এর ওই কর্মকর্তা অচিরেই টের পাবে নিলা চৌধুরী সত্যি, নাকি তিনি যা বলছে তা সত্যি।

[৬] দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই দাবি করেছে, সালমান শাহকে খুন করা হয়নি, নায়িকা শাবনূরের সঙ্গে সর্ম্পকের কারণে পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়