শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যশোরে প্রাথমিকে চাকরি প্রত্যাশীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :[২] প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্যানেল প্রথা চালু ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকলের চাকরির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাইমারি শিক্ষক প্যানেল নিয়োগ চাই যশোর জেলা কমিটির উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রাথমিকে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা অংশ নেন।

[৩]এসময় চাকরি প্রার্থীরা বলেন, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের কোন বিজ্ঞপ্তি হয়নি। এছাড়া ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিও হয়নি। অথচ পূর্বে ৬ মাস পর পর সহকারী শিক্ষক ও ২ বছর পর পর প্রধান শিক্ষক নিয়োগ করা হতো। এ অবস্থায় দেশের অনেক শিক্ষিত যুবকদের চাকরির বয়সসীমা শেষ হয়ে গেছে এবং অনেকের শেষ হওয়ার পথে। যে কারণে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। ফলে বেকারের অভিশাপ থেকে যুবকদের রক্ষায় ২০১৮ সালে ঘোষিত নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৫ হাজার ২৯৫ জনকে প্যানেলের মাধ্যমে সরাসরি নিয়োগের দাবি জানানো হয় মানববন্ধনে।

[৪]মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক বাহাদুর রহমান, যুগ্ম সম্পাদক সোহাগ হুসাইন, রায়হান উদ্দিন, ফাহিমা খাতুন প্রমুখ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়