শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা লাখ ছুঁই ছুঁই

 

লুৎফর রহমান হিমেল : নতুন করোনাভাইরাস বিশ্বে যে পরিস্থিতির সৃষ্টি করেছে তা একমাত্র জম্বি সিনেমাতেই আগে দেখা যেতো। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের বাইরেও পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা লাখ ছুঁই ছুঁই। নথিভুক্ত সংখ্যা ৭৭ হাজার ৭৯৪জন। মারা গেছেন ২ হাজার ৩৪৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ৫৯৯ জন ও মারা গেছে ১০৯ জন। চীনে সংক্রমণের সংখ্যা কমছে। নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২০২ জনই চীনের বাইরে। চীন ছাড়াও ২৮টি দেশে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে।

সর্বশেষ যুক্ত হয়েছে ইসরায়েল ও লেবানন। দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে এ রোগীর সংখ্যা বাড়ছে। তবে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা নতুনভাবে উদ্বেগের তৈরি করেছে বলে মন্তব্য করেন মীরজাদী সেব্রিনা। এর অংশ হিসেবে ওই দেশের সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। চীনের পরে এই দেশটিতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সিঙ্গাপুরেও রোগীর সংখ্যা উল্লেখযোগ্য, ৮৬ জন।

বাংলাদেশ ভাইরাসটি নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে। সরকার দেশের নাগরিকদের বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) রবিবার এ তথ্য জানিয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব চীনের বাইরে দ্রুত ছড়িয়ে পড়ায় এ ভ্রমণসতর্কতা দেওয়া হয়েছে। তবে তা নিষেধাজ্ঞা নয়। তারপরও বিদেশে যেতে হলে ভ্রমণকালীন সতর্কতা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়