শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলেও পালন করবেন অন্তবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব

আসিফুজ্জামান পৃথিল, শাহনাজ বেগম : [২] ২০১৮ সালে অবসর ভেঙে আবারও নির্বাচনে বিজয়ী হয় বিশে^র জেষ্ঠ্যতম এই প্রধানমন্ত্রী। মালেয়শিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, গতকাল স্থানীয় সময় বেলা একটায় রাজার কাছে মাহাথিরের পদত্যাগপত্র পৌঁছে দেয়া হয়। বিবিসি, স্ট্রেইটস টাইমস, সিএনএন।

[৩] দেশটির রাজাই মূলত মাহাথিরকে অন্তবর্তী নেতার দায়িত্ব দিয়েছেন। হঠাৎ পদত্যাগের পর বিকাল ৫টার দিকে তিনি দেশের রাজা সুলতান আবদুল্লাহর সঙ্গে দেখা করতে যান।

[৪] সেসময়ই তাকে এই অন্তবর্তী নিয়োগ দেন রাজা।

[৫] বিশ্লেষকরা বলছেন, পুরাতন জোট ছেড়ে নতুন জোট গড়ার জন্যেই এ পদত্যাগ। প্রধান শরিক দল পিপলস অ্যান্ড জাস্টিস পার্টি প্রধান আনোয়ার ইব্রাহিমও অভিযোগ করেছেন, এভাবে তাকে বাদ দিয়ে নতুন সরকার গঠন করতে চান মাহাথির।

[৬] ইতিমধ্যে মাহাথিরের দল মালেয়শিয়ান ইউনাইটেড ইন্ডিজিনাস পার্টি জানিয়েছে, তারা নিজেদের নেতার সমর্থনে ক্ষমতাসীন পাখতান হারাপান জোট ত্যাগ করছে।

[৭] এর আগে গতকাল সকালেই প্রধান শরিক দল আনোয়ার ইব্রাহিমের পিপলস অ্যান্ড জাস্টিস পার্টি থেকে অর্থমন্ত্রী মোহাম্মদ আজিম আলি এবং গৃহায়ণ ও স্থানীয় সরকারমন্ত্রী জুরাইদা কামরুদ্দিনকে বহিস্কার করা হয়।

[৮] এরপরই আনোয়ার ইব্রাহিমের পিপলস অ্যান্ড জাস্টিস পার্টি থেকে ৯জন আইনপ্রণেতা দলত্যাগের ঘোষণা দেন।

[৯] আনোয়ার ইব্রাহিম নিজের দলত্যাগী সদস্যদের বেঈমান আখ্যা দিয়ে বলেছেন, মাহাথিরের দল এই জোটকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করছে। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়