শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় ব্যবসায়ী অপহরণের ঘটরায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

খুলনা প্রতিনিধি : [২] খুলনায় আমদানি-রপ্তানি ব্যবসায়িক প্রতিষ্ঠান হাবিব ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমানকে অপহরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুয়েল হাসান আরমানসহ তার দুই সহযোগি।

[৩]  সোমবার (২৪ ফেব্রুয়ারি) সোনাডাঙ্গা থানায় মামলা দায়েরের পর পুলিশ তাদের গ্রেফতার করে। এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ৩টার দিকে মহানগরের আমতলা মোড় থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

[৪]  পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় অপহরণের পর ওই ব্যবসায়ীকে মহানগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকা প্রথম ফেজের একটি বাড়িতে নিয়ে মারধর করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। পরে ওই ব্যবসায়ীর কাছ থেকে ব্যাংকের তিনটি ডেভিট কার্ড ও পিন নম্বর নিয়ে ব্যাংকের বুথ থেকে ১ লাখ ৪৪ হাজার টাকা উত্তোলন করে। এছাড়া ওই ব্যবসায়ীর কথা বলে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা নেয়।

[৫]  এর আগে ২০১৯ সালের ২১ জানুয়ারি ইয়াবাসহ নগরের জনকন্ঠ গলিতে গ্রেপ্তার হয় জুয়েল হাসান আরমান। সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া মামলা আদালতে চলমান রয়েছে। ওই ঘটনায় জেলা ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

[৬]  সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কুমকুম নাজমুন নাহার বলেন, অপহরণের ঘটনায় নয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়