শিরোনাম
◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা

মোহাম্মদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে কেফায়েত উল্লা হাসান (১৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

[৩]  রোববার রাত পৌনে আটটার দিকে উপজেলার চৌরাস্তা এলাকার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে চৌমুহনী-মাইজদী মহাসড়কে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবক কেফায়েত উল্লা হাসান সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা হেদায়েত উল্লার ছেলে।

[৪] পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে আটটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা কেফায়েত উল্লা নামের ওই যুবককে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের কয়েকজন যুবক তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানোর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

[৫]  নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যেই ওই যুবক মৃত্যু হয়েছে। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

[৬] বেগমগঞ্জ থানার ওসি হারুন উর রশিদ চৌধুরী বলেন, নিহত যুবকের বাবা হেদায়েত উল্লা অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

[৭]  তিনি অভিযোগে উল্লেখ করেন কিছুদিন আগে তার ছেলের সাথে স্থানীয় কয়েকজন যুবকের সাথে মারামারির ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন। হত্যাকান্ডের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়