শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন’শ টাকার জন্য হত্যা করা হয় জনিকে

মাহফুজ নান্টু,  কুমিল্লা প্রতিনিধি: [২] মাদক বিকিকিনির ভাগবাটোয়ারার তিন’শ টাকা নিয়ে দন্ধের জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয় শরিফুল ইসলাম জনিকে। এ ঘটনায় নগরীতে ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ এখন পর্যন্ত এজহার নামীয় ৪ আসামিকে আটক করে।

[৩]  সোমবার সকাল ১১ টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

[৪] আটককৃতরা হলেন, নগরীর উত্তর গাংচর এলাকার জাহাঙ্গীরের ছেলে সোহেল, পুরাতন চৌধুরীপাড়ার হাসান মিয়ার ছেলে রাজিব,মৃত লোকমান মিয়ার ছেলে হৃদয় ও ইদ্রিস মিয়ার ছেলে রফিক।

[৫] সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো.সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার),পিপিএম বলেন, নিহত শরিফুল ইসলাম জনি এবং ঘাতকদের মধ্যে মাদক সেবন কিংবা মাদক ব্যবসার তিনশ টাকা নিয়ে দন্ধ সৃষ্টি হয়। এ ঘটনার সূত্র ধরে ঘাতকরা জনিকে হত্যার পরিকল্পনা করে।

[৬] পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমরা চারজন আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। বাকি থাকা আরো দু’জনকেও অচিরেই আটক করা হবে। সে অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে।

[৭] উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ভোর ৫ টায় চাঁনপুর পশ্চিমপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে শরিফুল ইসলাম জনিকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত জনির মা জেসিয়া বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়