শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিটি দেশেরই অধিকার আছে নিজের সীমান্তের নিরাপত্তার স্বার্থ নিয়ন্ত্রণ করা, বললেন ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল : [২] আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র সবসময়ই ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে থাকবে। নমস্তে, আমেরিকা ভারতকে ভালোবাসে। এনডিটিভি, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস

[৩] ১ লাখের বেশি দর্শকের উপস্থিতিতে ট্রাম্প বলেন, ‘আমি আমার বিশেষ বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। তিনি ছিলেন এই শহরেরই এক চা ওয়ালার ছেলে। কি অসাধারণ তার উত্থান।’

[৪] মোদী একজন অসাধারণ মানুষ। সকলেই তাকে ভালোবাসেন। কিন্তু একই সঙ্গে তিনি একজন কঠোর নেগোশিয়েটর।’

[৫] নরেন্দ্র মোদী বলেন, ‘যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক এখন আর কোনও সাধারণ সম্পর্ক নেই। এটি এখন অংশীদারিত্ব।’

[৬] মোদী বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ইভাঙ্কা ট্রাম্প এবং জেরার্ড কুশনারকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এই সফরে প্রমাণিত হয় ভারতের সঙ্গে সম্পর্ক ও বন্ধন যুক্তরাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

[৭] ভারতের উন্নতির প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘ভারত গত ২ দশকে যে গতিতে উন্নতি করেছে তা ঈর্ষনীয়। এটি সারা বিশ্বের জন্যই অনুপ্রেরণা।’

[৮] ‘ভারত এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ ঠেকাতে এবং নিজেদের আদর্শ সমুন্নত রাখতে একসঙ্গে লড়াইয়ে বদ্ধপরিকর। সন্ত্রাসবাদ মোকাবেলায় আমার প্রশাসন পাকিস্তানকে সঙ্গে নিয়ে লড়ছে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভারত নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়