শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাবল সেঞ্চুরি জুটির রেকর্ড গড়লেন মুশফিক-মুমিনুল

নিজস্ব প্রতিবেদক : [২] জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে চতুর্থ উইকেট জুটিতে রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। এই দুই জনের এটি রেকর্ড তুতীয় ডাবল সেঞ্চুরির জুটি। এর আগে ২০১৮ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ২৬৬ রান করেছিলেন তারা। ওই বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুজনের জুটিতে আসে ২৩৬ রান।

[৩] এছাড়া এই ম্যাচে দুই জনেই পেয়েছেন নিজেদের কাক্সিক্ষত শতক। প্রথম নিজের ক্যারিয়ারের নবম শতক হাঁকালেন মুমিনুল। এরপরেই নিজের সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছের মুশফিক। ২২২ রানে মুমিনুল ফিরলে ভাঙে এই জুটি। টেস্টে এই নিয়ে বাংলাদেশের সাতটি জুটি ডাবল সেঞ্চুরি দেখা পেয়েছে। তিনটিই তাদের ব্যাট থেকে।

[৪] সাদা পোশাকে বাংলাদেশের বড় বড় জুটিতে মুশফিকের উপস্থিতি প্রায় সবখানে। ২০১৭ সালে নিউজিল্যান্ডে সাকিব ও মুশফিক ৩৫৯ রানের জুটি গড়েছিলেন। খুলনায় তামিম ও ইমরুলের ম্যাচ বাঁচানো ৩১২ রানের জুটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। গলে মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরিতে আশরাফুলের সঙ্গে পঞ্চম উইকেটে ২৬৭ রান উঠেছিলে।

[৫] শুধু তাই নয় বাংলাদেশের সেরা ১০ জুটির মধ্য পাঁচটি জুটিতেই আছে মুশফিকের না। এর মধ্যে যে কোনো উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটিটিও আছে। ২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে সাকিব আল হাসানকে নিয়ে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন মুশফিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়